For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IFA: আইএফএ-এর শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার আগেই কাজ শুরু করে দিলেন অনির্বান

IFA: আইএফএ-এর শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার আগেই কাজ শুরু করে দিলেন অনির্বান

Google Oneindia Bengali News

দায়িত্ব ফুরিয়েছে জয়দীপ মুখোপাধ্যায়ের। আইএফএ-এর নতুন সচিব বেছে নেওয়া হবে ২০ জুন (সোমবার)। দীর্ঘ দিন যাঁরা ময়দানের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা জানেন সুতারকিন স্ট্রিটে নতুন সচিব হিসেবে বসতে চলেছেন কিংবদন্তি ক্রীড়া প্রশাসক প্রদ্যুৎ দত্তের পুত্র অনির্বান দত্ত।

IFA: আইএফএ-এর শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার আগেই কাজ শুরু করে দিলেন অনির্বান

ময়দানী রাজনীতিতে হঠাৎ করে কোনও পটপরিবর্তন না ঘটলে আইএফএ-এর নতুন সচিব হিসেবে দেখা যাবে অনির্বানকেই। কিছু দিন আগেই আইএফএ-এর কোষাধক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অনির্বান। সচিবের চেয়ারে বসার আগেই কাজ শুরু করে দিয়েছেন তরুণ ক্রীড়া প্রশাসক। বাংলা অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের স্পনসর হিসেবে অনির্বান আইএফএ-তে নিয়ে এলেন এক প্রতিষ্ঠিত স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী সংস্থাকে। প্রথমে অনূর্ধ্ব-১৭ দলকে স্পনসর করলেও ভবিষ্যতে বাংলার মূল দলের স্পনসর হিসেবেও দেখা যেতে পারে এই সংস্থাটিকে।

সংস্থাটির সঙ্গে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থার চুক্তি হয়ে গিয়েছে। দলের জার্সিতে লেগে গিয়েছে সংস্থার লোগো। শনিবার জাতীয় টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-১৭ মহিলা দল গুয়াহাটি রওনা দেবে।

বহুজাতিক স্বর্ণলঙ্কার প্রস্তুতকারী সংস্থাটিকে স্পনসর হিসেবে পেয়ে খুশি আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। আইএফএ-এর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি বলেছেন,"সেনকো গোল্ড একটা ব্র‍্যান্ড। আমরা খুবই খুশি যে তাঁরা আমাদের মহিলা ফুটবল দলকে স্পনসর করছেন।"

মহিলা ফুটবলের দল গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সেনকো গোল্ড অ‍্যান্ড ডায়মন্ডস'-এর কাছে আমরা কৃতজ্ঞ। এরা স্পনসর হিসেবে এগিয়ে আসায় দলের মেয়েরা উৎসাহিত হবে।"

যাঁর উদ্যোগে এই সাফল্য, এত বড় এক সংস্থাকে স্পনসর হিসেবে পেল আইএফএ, সেই অনির্বাণ দত্ত বলেছেন, "আমি শুভঙ্কর সেনকে প্রস্তাব দিয়েছিলাম বাংলার অনূর্ধ্ব-১৭ মহিলা দলকে প্রস্তাব করার জন্য। ফুটবলের প্রতি তাঁর ভালবাসা একতটাই যে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি। আমরা অত্যন্ত খুশি সেনকো'কে আমাদের পাশে পাওয়ায়।"

English summary
Senco Gold and Diamonds join hands with IFA and become the sponsor of U-17 Bengal Women team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X