For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগানকে সমীহ করলেও তিন পয়েন্টই লক্ষ্য এসসি ইস্টবেঙ্গলের

Google Oneindia Bengali News

আইএসএলের বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি আগামীকাল। গত মরশুমে দুটি ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের কাছে পরাস্ত হয়েছিল এসসি ইস্টবেঙ্গল। সবুজ-মেরুনের দলে বেশি রদবদল না হলেও নতুন কোচের তত্ত্বাবধানে নতুন মুখদের নিয়ে আইএসএলে এবার ডার্বি জিততে মরিয়া লাল হলুদ।

সবুজ মেরুনের বিরুদ্ধে তিন পয়েন্টই চাইছে এসসি ইস্টবেঙ্গল

(ছবি- এসসি ইস্টবেঙ্গল টুইটার)

এটিকে মোহনবাগান এবারের আইএসএলে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে। এসসি ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও খারাপ খেলেনি। তবে যে চিমাকে নিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল, সেই নতুন বিদেশি অন্তত প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ। এসসি ইস্টবেঙ্গলের কোচ মানুয়েল দিয়াজ এদিন বলেন, কলকাতা ডার্বি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের মাহাত্ম্য সম্পর্কে ওয়াকিবহাল। স্পেন, মেক্সিকোতেও অনেক ডার্বি দেখেছি। আমাদের কাছে এটা লিগের দ্বিতীয় ম্যাচ। তবে কোনও অজুহাত দিতে চাই না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এটিকে মোহনবাগান খুবই ভালো দল। ভালো কোচ রয়েছেন, যাঁর আইএলএলেও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। যথাসম্ভব কম ভুল করে বিপক্ষের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের ভালো খেলতে হবে। ড্যারেন সিডোলকে খেলাবেন কিনা সে ব্যাপারে কিছু না বললেও দিয়াজ বলেন, তাঁর দলের সকলেই শনিবাসরীয় ডার্বি খেলতে প্রস্তুত।

এই ডার্বিতে নিজেদের আন্ডারডগ ভাবতেও আপত্তি নেই দিয়াজের। তিনি বলেন, আন্ডারডগ তকমা আমাদের গায়ে লাগিয়ে দেওয়া হলেও কোনও অসুবিধা নেই। আমাদের শক্তি অনুযায়ীই খেলব। এটিকে মোহনবাগান গত মরশুমে ভালো খেলেছে। ওই দলের অনেকেই গত কয়েকটি মরশুম ধরে একসঙ্গে খেলছেন। তবে আমরাও তাঁদের বিরুদ্ধে নামার জন্য তৈরি। রণকৌশলও গোপন রাখছেন দিয়াজ। তিনি শুধু বলেছেন, অনেক ফর্মেশনই তৈরি রয়েছে। যেহেতু আমাদের কম সময়ে অনেকগুলো ম্যাচ খেলতে হবে, তাই সব পথ খোলা রাখব।

রয় কৃষ্ণ, হুগো বুমোসদের কী ধরনের মার্কিং করে বোতলবন্দি করতে চান সেই কৌশলও গোপন রাখলেন লাল হলুদ কোচ। তিনি বলেছেন, ম্যাচের পরিস্থিতির উপর এটা নির্ভর করবে। নির্ভর করবে বল কোথায় থাকবে তার উপর। বল আমাদের বক্সের কাছাকাছি থাকলে ম্যান মার্কিংয়ে যাব। তবে আমরা রয়, হুগোর বিরুদ্ধে খেলছি না। তাঁরা ভালো ফুটবলার, গোল করতে পারেন। তবে তাঁদেরও সতীর্থদের সাহায্যের প্রয়োজন। ফলে শুধু দুজনকে নয়, গোটা দলকেই আটকানোর চেষ্টা করব।

অভিজ্ঞতায় এটিকে মোহনবাগান কিছুটা এগিয়ে রয়েছে মানলেও খেলাটা সবুজ মেরুনের আক্রমণ বনাম লাল হলুদের ডিফেন্সের লড়াই হবে বলে মানতে নারাজ দিয়াজ। তিনি বলেন, আমাদের শক্তিশালী হতে হবে। ভালো ও নিখুঁত পাস দেওয়া-নেওয়া করতে হবে নিজেদের মধ্যে। বিপক্ষের গোল এরিয়ায় প্রচুর গোলের সুযোগ তৈরি করতে হবে। সারাক্ষণ যদি ওদের বিরুদ্ধে আমরা রক্ষণাত্মক ফুটবল খেলি, তা হলে ম্যাচটা আমাদের কাছে আরও কঠিন হয়ে উঠবে।

English summary
SC East Bengal Will Start As Underdogs To Beat ATK Mohun Bagan For The First Time In ISL. The Red And Gold Brigade Suffered Defeats To Their Arch-Rivals In Both The Matches Last Season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X