For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SC East Bengal: আমিরের পরিবর্তে এই স্প্যানিশ ফুটবলারকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

আমিরের পরিবর্তে এই স্প্যানিশ ফুটবলারকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

Google Oneindia Bengali News

মাঝ মরসুমে ফের বিদেশি বদল করল এসসি ইস্টবেঙ্গল। আমির ডার্বিসোভিচের পরিবর্তে ভার্সেটাইল স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিস্কো হোসে সোতা'কে সই করাল লাল-হলুদ।

SC East Bengal: আমিরের পরিবর্তে এই স্প্যানিশ ফুটবলারকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোয় প্রথমে ড্যানিয়েল চিমা চুকুর পরিবর্তে সই কারানো হয় ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলো রিবেইরো ডস স্যান্তোসসকে। ইস্টবেঙ্গলের ছেড়ে দেওয়া চিমাকে সই করায় জামশেদপুর এফসি।

ওসাসুনার যুব দলের হয়ে কেরিয়ার শুরু করেন সোতা। দীর্ঘদিন স্প্যানিশ লোয়ার ডিভিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩১ বছর বয়সী এই ফুটবলারের ইস্টবেঙ্গলের পাঠানো চুক্তিপত্রে সই করার আগে তিনি খেলেছেন পেনা স্পোর্টস এফসি, সিডি ভারিয়া, এসডি লগরোনেস, এসডি লিওয়া এবং সিডি ত্রপেজনে।

মূলত মাঝমাঠের ফুটবলার হলেও ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন সোতা। রাইট উইং এবং লেফট উইং দুই দিক থেকেই পাস বাড়াতে পারেন সোতা একই সঙ্গে বক্সের মধ্যে থেকেও স্ট্রাইকারদের জন্য সাজাতে পারেন গোলের বল। এসসি ইস্টবেঙ্গলের হয়ে সই করার পর তিনি বলেন, "এসসি ইস্টবেঙ্গলে সই করতে পেরে ভাল লাগছে। ভারতের অন্যতম বড় ক্লাব এটা এবং আমি এই ক্লাবের ইতিহাস এবং ফ্যানবেস সম্পর্কে বেশ ভাল মতো অবগত। দলকে নিজের ক্ষমতা মতো সাহায্য করার চেষ্টা করব।"

সোতাকে সই করানোর প্রসঙ্গে এসসি ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা বলেছেন, "দুর্দান্ত ফুটবলার সোতা। স্পেনে একাধিক ভাল দলে খেলেছে ও। ওর আসার ফলে মিডফিল্ডে হাতে অপশান বাড়ল। দলের মধ্যে ওকে পাওয়ার অপেক্ষায় রয়েছি।"

তবে, ইস্টবেঙ্গলের এই পরিবর্তন কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ মরসুম প্রায় শেষ ইস্টবেঙ্গলের জন্য। সেক্ষেত্রে নতুন করে লিগের শেষ মুহূর্তে কী ভাবে দলের সঙ্গে তিনি মানাতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। আইএসএল-এ আর মাত্র সাতটি ম্যাচ আর বাকি রয়েছে লাল-হলুদের। শ্রী সিমেন্টসও এই মরসুম শেষে ইনভেস্টার হিসেবে থাকবে না। সেক্ষেত্রে আইএসএল-এর পরই শেষ হয়ে যাবে এসসি ইস্টবেঙ্গলের মরসুম।

চলতি আইএসএল-এ এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ইস্টবেঙ্গল জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। ড্র করেছে ছয়টি ম্যাচ, হেরেছে ছয়টি ম্যাচে। লাল-হলুদের পক্ষে গোল ১৩টি এবং তারা হজম করেছে ২৫টি গোল। ১৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের অন্তিম স্থানে অবস্থান এসসি ইস্টবেঙ্গলের। এফসি গোয়ার বিরুদ্ধে জিতলেও, হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-হলুদ।

English summary
SC East Bengal announced the signing of versatile Spanish midfielder Francisco José Sota on a short term deal as the replacement of Slovenian midfielder Amir Dervisevic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X