For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের মুখে এএফসি-র ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পালনে ব্যর্থ লাল-হলুদ!

আইএসএলের মুখে এএফসি-র ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পালনে ব্যর্থ লাল-হলুদ!

  • |
Google Oneindia Bengali News

এএফসি ও এআইএফএফের ক্লাব লাইসেন্সিংয়ের পরীক্ষায় এটিকে-মোহনবাগান উতরে গেলেও আটকে গেল এসসি ইস্টবেঙ্গল। আইএসএল ২০২০-২১ শুরু হওয়ার মুখে আর্থিক স্বচ্ছতার প্রমাণ দিতে পারল না লাল-হলুদ। এই অবস্থায় টুর্নামেন্টে অংশ নিতে এসসি ইস্টবেঙ্গলকে কোন পথে হাঁটতে হবে, তা জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

এসসি ইস্টবেঙ্গলের সমস্যা

এসসি ইস্টবেঙ্গলের সমস্যা

এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের শর্তগুলির মধ্যে অন্যতম পরিকাঠামো, পরিচালন ব্যবস্থা ও আর্থিক স্বচ্ছতার প্রমাণ দেওয়া। এ ব্যাপারে এসসি ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে বলে জানানো হয়েছে। আয়-ব্যয়ের হিসেবে গরমিল থাকায় লাল-হলুদ শিবির ক্লাব লাইসেন্স পায়নি বলে এএফসি ও এআইএফএফ সূত্রে খবর।

কী বলছে শ্রী সিমেন্ট

কী বলছে শ্রী সিমেন্ট

ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী শ্রী সিমেন্ট বিষয়টি ক্লাব কর্তাদের বক্সে ঠেলে দিয়েছে। তাদের অভিযোগ, গত মরসুমের আয়-ব্যয়ের হিসেব ক্লাবের তরফে দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী বেতন পাওয়ার পর ক্লাবকে ফুটবলাররা যে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেয়, তাও তাদের হাতে পৌঁছয়নি বলে জানিয়েছে শ্রী সিমেন্ট।

একা ইস্টবেঙ্গল নয়

একা ইস্টবেঙ্গল নয়

আইএসএল ২০২০-২১ শুরুর মুখে কেবল এসসি ইস্টবেঙ্গলের ক্লাব লাইসেন্সিং আটকে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু নয়। ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং হায়দরাবাদ এফসি-ও নিজেদের আয়-ব্যয়ের হিসেব সঠিক ভাবে এএফসি ও এআইএফএফের হাতে তুলে দিতে পারেনি বলে জানানো হয়েছে। ফলে এই চার ক্লাবের ক্লাব লাইসেন্সিংও আটকে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে।

বিপদ থেকে বেরোবার উপায়

বিপদ থেকে বেরোবার উপায়

এখন প্রশ্ন যে ক্লাব লাইসেন্সিং ছাড়া কি আইএসএল ২০২০-২১ খেলতে পারবে এসসি ইস্টবেঙ্গল সহ পাঁচ ক্লাব? নিয়ম অনুযায়ী তা সম্ভব নয়। সেক্ষেত্রে এই পাঁচ ক্লাব এএফসি-র কাছে ছাড় দেওয়ার জন্য আবেদন করতে পারে বলে জানিয়েছেন এআইএফএফ। ক্লাবগুলি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে বলেও জানানো হয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ কোন কোন ক্লাব

পরীক্ষায় উত্তীর্ণ কোন কোন ক্লাব

এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, চেন্নাইয়ান এফসি, মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়া যোগ্য দল হিসেবে আইএসএলে অংশ নিতে চলেছে।

ফুটবলকে চিরতরে বিদায় জানিয়ে বুট জোড়া তুলে রাখলেন আর্জেন্তাইন তারকাফুটবলকে চিরতরে বিদায় জানিয়ে বুট জোড়া তুলে রাখলেন আর্জেন্তাইন তারকা

English summary
SC East Bengal along with five clubs without AFC and AIFF license ahead of ISL 2020-21 season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X