For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচের পর মেসি এবং আর্জেন্টিনার বন্দনায় শাহরুখ-সচিনরা

বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচের পর মেসি এবং আর্জেন্টিনার বন্দনায় শাহরুখ-সচিনরা

Google Oneindia Bengali News

দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার ঘরে এসেছে বিশ্বকাপ। লিওনেল মেসির হাতে উঠেছে খেতাব। ফুটবল বিশ্বেক সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র বিশ্বকাপ জেতায় খুশি ফুটবলপ্রেমীরা। শুধু সাধারণ সমর্থকেরাই নন, মেসির এই সাফল্যে তাঁর গুণমুগ্ধ ভারতীয় ক্রীড়া এবং বিনদন জগতের তারকারা টুইট করেছেন।

মেসির উদ্দেশ্যে টুইট শাহরুখের:

ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনালের আগে ম্যাচ সেন্টারে উপস্থিত ছিলেন শাহরুখ খান। ওয়েন রুনির সঙ্গে খেলা উপভোগ করেন তিনি। এই দিন লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠায় অন্যান্য ফুটবলপ্রেমীদের মতোই আনন্দিত কিং খান। তিনি বলেছেন, "আমরা এমন সময় বাস করছি যেখানে বিশ্বকাপের সর্বকালের অন্যতম সেরা ফাইনাল দেখলাম আমরা। আমার মনে পরে মায়ের সঙ্গে বসে একটা ছোট টিভিতে বিশ্বকাপ দেখতাম...একই উত্তেজনা এখন উপভোগ করি বাচ্চাদের সঙ্গে এবং ধন্যবাদ মেসি আমাদের প্রত্যেককে ট্যালেন্ট, পরিশ্রম এবং স্বপ্নের উপর বিশ্বাস করতে শেখানোর জন্য।"

বিশ্বকাপ দেখার পর টুইট রণবীর সিং-এর:

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার পর হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি রণবীর সিং। সবিস্ময়ে তিনি টুইটারে লেখেন, "আমি এইমাত্র কী দেখলাম এটা?!?! ঐতিহাসিক, আইকনিক, সম্পূর্ণ যাদুগরী।"

ফাইনাল ম্যাচের পর টুইট অনিল কাপুরের:

ফাইনাল শেষে অনিল কাপুর টুইটারে লিখেছেন, "অসাধারণ ম্যাচ, অসাধারণ ফুটবলার। এর থেকে ভাল পরিসমাপ্তি হতে পারত না। বিশেষ করে সর্বকালের সেরা মেসির জন্য।"

রজার ফেডেরার প্রশংসা করেন মেসির::

টেনিস কিংবদন্তি রজার ফেডেরার মনে রাখার মতো বিশ্বকাপ ফাইনাল শেষে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে। তিনি টুইটারে লিখেছেন, "আর্জেন্টিনার জন্য ফেয়ারিটেল। প্রতিবার সময়ের সঙ্গে সঙ্গে লিওনেল মেসি তুমি মহাত্ম্যের পরিচয় দিয়েছেন। তোমাকে খেলতে দেখাটা গর্বের। লিও এবং আর্জেন্টিনাকে শুভেচ্ছা।"

মেসি বন্দনায় সচিন তেন্ডুলকর:

আর্জেন্টিনা এবং লিওনেল মেসির এই সাফল্যে অভিভূত সচিন তেন্ডুলকর। তিনি টুইটারে লিখেছেন, "আর্জেন্টিনাকে অসংখ্য ধন্যবাদ এই সাফল্য অর্জন করার জন্য। যেভাবে ওরা শুরু করেছিল বিশ্বকাপ তার পর দুর্ধর্ষ ভাবে ফিরে এসেছে। বিশেষ ভাবে মার্টিনেজের কথা বলতেই হবে।"

আর কোনও দ্বন্দ্বই রইল না, এখানেই শেষ হোক শ্রেষ্ঠত্বের লড়াই, মেসি 'সবার উপরে'আর কোনও দ্বন্দ্বই রইল না, এখানেই শেষ হোক শ্রেষ্ঠত্বের লড়াই, মেসি 'সবার উপরে'

English summary
Sachin Tendulkar, Shah Rukh Khan and heap prais Argentina and Lionel Messi's World Cup Trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X