For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্তুগালের দায়িত্ব হাতে নিয়ে রোনাল্ডোকে নিয়ে কী ভাবছেন স্প্যানিশ কোচ?

পর্তুগালের দায়িত্ব হাতে নিয়ে রোনাল্ডোকে নিয়ে কী ভাবছেন স্প্যানিশ কোচ?

Google Oneindia Bengali News

বিশ্বকাপের পরই দেওয়াল লিখন পড়ে নিয়েছিলেন ফার্নান্দো স্যান্টোস নয়তো যে ভাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে প্রি- কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন এবং তার জন্য যা খেসারত দিতে হয়েছে পর্তুগালকে, তাতে তাঁকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো জাতীয় দল থেকে।

পর্তুগালের নতুন কোচ:

পর্তুগালের নতুন কোচ:

ফেরান্দো স্যান্টোসের পরিবর্তন খুঁজে নিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। পর্তুগালের নতুন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রবার্তো মার্টিনেজ। বেলজিয়ামের প্রাক্তন প্রশিক্ষককে দায়িত্ব দিয়ে ইউরো কাপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পর্তুগাল।

রোনাল্ডোকে নিয়ে কী ভাবছেন মার্টিনেজ:

রোনাল্ডোকে নিয়ে কী ভাবছেন মার্টিনেজ:

ফার্নান্দো স্যান্টোর জঘন্য কোচিং এবং ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখার কারণেই কাতারে সমাধিস্ত হয়েছে পর্তুগালের বিশ্ব জয়ের স্বপ্ন। দায়িত্ব নেওয়ার পরই মার্টিনেজ জানিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সঙ্গে নিয়েই তিনি কাজ করবেন এবং রোনাল্ডোর সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে রয়েছেন। এ দিন সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল তা ছিল, 'আপনি কি রোনাল্ডোকে ডাকবেন জাতীয় দলে?' উত্তরে তিনি বলেন, "আমি দফতরে বসে সিদ্ধান্ত নেওয়া কোচ নই। সিদ্ধান্ত নিতে হয় মাঠের মধ্যে। ও ১৯ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছে ওর সম্মান প্রাপ্য। আগামী কাল নিজেদের মধ্যে বসে কথা বলব এবং একে অপরকে জানব।"

ছয় বছরের বেশি সময় বেলজিয়ামের প্রশিক্ষক ছিলেন মার্টিনেজ:

ছয় বছরের বেশি সময় বেলজিয়ামের প্রশিক্ষক ছিলেন মার্টিনেজ:

সাড়ে ছয় বছর বেলজিয়ামের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন রবার্তো মার্টিনেজ। তবে, প্রতিভাবান স্কোয়াড় নিয়েও কোনও খেতাব জিততে পারেননি। ২০১৮ বিশ্বকাপে তিনি বেলজিয়ামকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনাল পর্যন্ত। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের বাধাও টপকাতে পারেনি বেলজিয়াম।

ক্লাব ফুটবলে রবার্তো মার্টিনেজ:

ক্লাব ফুটবলে রবার্তো মার্টিনেজ:

ক্লাব ফুটবলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই স্প্যানিশ কোচের। ৪৯ বছর বয়সী কোচ ২০১২ সালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন করেন উইগান অ্যাথেলেটিক্সকে। ২০০৭-০৮ মরসুমে লিগা ওয়ানের সেরা ম্যানেজার নির্বাচিত হন তিনি। এভারটনের কোচের ভূমিকাও পালন করেছেন এই স্প্যানিশ প্রশিক্ষক

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের এই বোলার, ভেঙে দিলেন দুই অস্ট্রেলিয়ানের নজিরএকদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের এই বোলার, ভেঙে দিলেন দুই অস্ট্রেলিয়ানের নজির

English summary
Roberto Martinez newly appointed Portugal coach want to move forward with Cristiano Ronaldo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X