For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা ইংল্যান্ডের শিবিরে, দেশে উড়ে গেলেন তারকা স্ট্রাইকার

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা ইংল্যান্ডের শিবিরে, দেশে উড়ে গেলেন তারকা স্ট্রাইকার

Google Oneindia Bengali News

বিশ্বকাপের মাঝেই দেশে উড়ে যাচ্ছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার রহিম স্টার্লিং। কাতারে ইংল্যান্ডের বিশ্বকাপ শিবির থেকে এক প্রকার বাধ্য হয়েই দেশে ফিরতে হচ্ছে স্টার্লিংকে। শনিবার ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে তাঁর জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে কিন্তু সন্দেহ রয়েছে কতটা তিনি সময়ের মধ্যে ফিরতে পারবেন তা নিয়ে। দ্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে সেনেগালের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের পর পারিবারিক কারণে দেশে ফিরে আসছেন স্টার্লিং।

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা ইংল্যান্ডের শিবিরে, দেশে উড়ে গেলেন তারকা স্ট্রাইকার

ব্রিটিশ মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার রাত্রে স্টার্লিং-এর বাড়িতে সশস্ত্র অনু্প্রবেশকারীরা ভাঙচুর চালায়। এই সময়ে বাড়িতেই উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ইংল্যান্ডের জাতীয় দলের প্রশিক্ষক গ্যারেথ সাউথগেট বলেছেন, "এই মুহূর্তে অবশ্যই ওর কাছে বেশি গুরুত্ব রাখে পরিবারের সঙ্গে থাকা। আমরা ওর সঙ্গে রয়েছি এবং যত দিন ওর প্রয়োজন তত দিন ওকে আমরা ছুটি দেব। এই মুহূর্তে এটা এমনই একটা পরিস্থিতি যেখানে ওর থাকা প্রয়োজন পরিবারের সঙ্গে এবং এর জন্য ওর উপর কোনও চাপ দিতে চাই না আমি। কিছু সময় ফুটবল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয় না এবং পরিবারের আগে আসা উচিৎ।"

ইংল্যান্ডের কোচ হিসেবে গ্যারেথ সাউথগেটের টার্মে ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রহিম স্টার্লিং। দেশের জার্সিতে ২৭ বছর বয়সী এই ফুটবলার ৮১ ম্যাচে ২০ গোল করেছেন। কাতারে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে ইংল্যান্ডের ৬-২ ম্যাচে ইরানের বিরুদ্ধে জেতা ম্যাচে একটি গোল করেন স্টার্লিং। যদিও ইংল্যান্ডের প্রথম একাদশে অনেক িনই বাদ পড়েছেন রহিম স্টার্লিং। শেষ আট ম্যাচে তাঁরে প্রথম থেকে খেলাননি সাউথগেট। তিনি যদি কাতারে আর আসতে নাও পারেন তা হলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় কারণ বুকায়ো সাকা, মার্কাস র্যাশফোর্ড এবং ফিল ফোডেন দারুণ ফর্মে রয়েছেন।

সাকা এবং র্যাশফোর্ড তিনটি গোল করেছেন এখনও পর্যন্ত কাতার বিশ্বকাপে। সেনেগালের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে ফিল ফোডেন দুইটি অ্যাসিস্ট করেছেন। স্টার্লিংয়ের না থাকা দল নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন গ্যারেথ সাউথগেট। তিনি বলেছেন, "এটা দল নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। আজ সকালে রহিমের সঙ্গে অনেকটা সময় আমি কাটিয়েছি। ও ইংল্যান্ডে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। আমরা ওর ব্যক্তিগত বিষয়গুলিকে সম্মান করি।"

নজিরবিহীন সিদ্ধান্ত, এএফসি এশিয়ান কাপ আয়োজন করার দৌড় থেকে সরে আসার সিদ্ধান্ত নিল এআইএফএফনজিরবিহীন সিদ্ধান্ত, এএফসি এশিয়ান কাপ আয়োজন করার দৌড় থেকে সরে আসার সিদ্ধান্ত নিল এআইএফএফ

English summary
Raheem Sterling headed to home for personal reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X