For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়েস বনাম ইস্টবেঙ্গল যুদ্ধের শেষ কোথায়? কেন লাল-হলুদ জনতার পাশে থাকবেন বললেন আইজ্যক

কোয়েস বনাম ইস্টবেঙ্গল যুদ্ধের শেষ কোথায়? কেন লাল-হলুদ জনতার পাশে থাকবেন বললেন আইজ্যক

  • |
Google Oneindia Bengali News

বর্তমান পরিস্থিতিতে কোয়েস বনাম ইস্টবেঙ্গল যুদ্ধ কোথায় শেষ হবে জানা নেই! কর্তা বনাম কোয়েস লড়াই এখন তুঙ্গে। ৩১ মে কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছেদের পর, স্পোর্টিং রাইটস ইস্যুতে ক্লাবের সঙ্গে বিদায়ী বিনিয়োগকারীর মধ্যে জটিলতার শুরু। এরপর এই ইস্যুতে দুই পক্ষের দড়ি টানাটানি চলছে।

কর্তা বা ইনভেস্টার কেইউ চিরস্থায়ী নন!ক্লাব ও তার লাল-হলুদ সমর্থকরা চিরস্থায়ী

কর্তা বা ইনভেস্টার কেইউ চিরস্থায়ী নন!ক্লাব ও তার লাল-হলুদ সমর্থকরা চিরস্থায়ী

কর্তা বা ইনভেস্টার কেইউ চিরস্থায়ী নন! একমাত্র ইস্টবেঙ্গল ক্লাব ও তার লাল-হলুদ সমর্থকরা চিরস্থায়ী। কিন্তু এখন কোয়েসের ও ইস্টবেঙ্গলের 'বিচ্ছেদ' নিয়ে দুই পক্ষের এই জটিলতায় আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবের আই লিগ বা আইএসএল খেলার স্বপ্ন এখন দোলাচলে।

চলতি মাসেই স্পোর্টিং রাইটস জটিলতা কাটতে পারে

চলতি মাসেই স্পোর্টিং রাইটস জটিলতা কাটতে পারে

যদিও চলতি মাসেই ইস্টবেঙ্গলকে, কোয়েস স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বলে খবর। এর মাঝেই এবার ইস্টবেঙ্গল জনতাকে আশ্বস্ত করে মন্তব্য করলেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক।

ভিলেনে পরিণত হলেও লাল-হলুদ জনতাকে নিয়ে কী বললেন আইজ্যাক

ভিলেনে পরিণত হলেও লাল-হলুদ জনতাকে নিয়ে কী বললেন আইজ্যাক

অভিযোগ পাল্টা অভিযোগে ইস্টবেঙ্গল-কোয়েসের সম্পর্ক খারাপ হয়েছে। শেষটায়ই এখন স্পোর্টিং রাইস না দেওয়া নিয়ে লাল-হলুদ ফ্যানেদের কাছে কোয়েস এখন ভিলেনে পরিণত হয়েছে। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক অবশ্য পুরো বিষয়টা এভাবে দেখছেন না। সম্প্রতি বঙ্গ ফুটবলের এক জনপ্রিয় ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে, আগামী দিনে তিনি লাল-হলুদ জনতার আবেগের পাশে থাকবেন বলে অজিত আইজ্যাক জানিয়েছেন।

লাল-হলুদ সমর্থকদের জন্য আরও যা বলেছেন আইজ্যাক

লাল-হলুদ সমর্থকদের জন্য আরও যা বলেছেন আইজ্যাক

সমর্থকদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি সমর্থকরাই ফুটবলের প্রাণ বলে মন্তব্য করেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের ভালোবাসা তাঁকে মুগ্ধ করেছিল। সেই ভালোবাসার প্রতিদান দিয়েই এখন তিনি ক্লাবকে বিচ্ছেদ ইস্যুতে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিয়েছেন বলে অজিত আইজ্যাক জানিয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাব থেকে যা পেয়েছি, সবই সমর্থকদের জন্যে বলেও মন্তব্য করেছেন আইজ্যাক।

ইস্টবেঙ্গল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, মন্তব্য আইজ্যাকের

ইস্টবেঙ্গল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, মন্তব্য আইজ্যাকের

এমনকী জনপ্রিয় ঐ ফুটবল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েস চেয়ারম্যান আইজ্যাক এতও বলেছেন, আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাব ভারতীয় ফুটবলের সর্বোচ্চ শৃঙ্গ ছোঁবে বলে তিনি আশাবাদী।

বিদেশে বিরাটদের পারফরম্যান্স নিয়ে খুশি নন বিসিসিআই সভাপতি সৌরভবিদেশে বিরাটদের পারফরম্যান্স নিয়ে খুশি নন বিসিসিআই সভাপতি সৌরভ

English summary
Quess vs East Bengal: quess Chairman Ajit Isaac comment on east bengal fan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X