For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগে জয় মেসির পিএসজির, সাফল্যের মুখ দেখল সিটি-মিলান-চেলসি

চ্যাম্পিয়ন্স লিগে জয় মেসির পিএসজির, সাফল্যের মুখ দেখল সিটি-মিলান-চেলসি

Google Oneindia Bengali News

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বৃহস্পতিবার মাঠে নেমেছিল ইউরোপীয় ফুটবলের হাইপ্রোফাইল দলগুলি। এই তালিকায় রয়েছে লিওনেল মেসির প্যারিস সাঁ জাঁ, ম্যানচেস্টার সিটি, চেলসি, মিলানের মতো দল। প্রতিটা ম্যাচই ছিল সংশ্লিষ্ট দলের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটা দলই পেয়েছে সাফল্য।

ম্যানচেস্টার সিটি বনাম সেভিয়া:

ম্যানচেস্টার সিটি বনাম সেভিয়া:

সেভিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-১ গোলে জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির হয়ে গোল তিনটি করেন রিকো লেভিস, জুলিয়ান আলভারেজ এবং রিয়াদ মাহরেজ। সিটির এই তিনটি গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে জুলিয়ান আলভারজের। একটি গোল তিনি করেন এবং দুইটি গোল করান। যদিও ম্যাচের প্রথম গোলটি করেছিল সেভিয়া। ইসকোর পাস থেকে রাফা মিরের গোলে ৩১ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ম্যান সিটি তিনটি গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে।

প্যারিস সাঁ জাঁ বনাম জুভেন্টাস:

প্যারিস সাঁ জাঁ বনাম জুভেন্টাস:

জুভেন্টাসকে তাদেরই ঘরের মাঠে গ্রুপের ম্যাচে প্যারিস সাঁ জাঁ ২-১ ব্যবধানে পরাজিত করে জুভেন্টাসকে। ম্যাচের ১৩ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রধমার্ধ শেষের আগেই জুভেন্টাসে'র হয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন লিওনার্দো বনুচি। ৩৯ মিনিটে গোলটি করেন এই ডিফেন্ডার। ম্যাচের জয় সূচক গোলটি পিএসজি পায় ৬৯ মিনিটে। পিএসজি ডিফেন্ডার নুনো মেন্ডেজ এই গোলটি করেন।

চেলসি বনাম ডায়নামো জাগরেভ:

চেলসি বনাম ডায়নামো জাগরেভ:

চেলসির বিরুদ্ধে নিজেের ঘরের মাঠে জিতলেও ইংল্যান্ডে এসে জিততে পারল না ক্রোয়েশিয়ার দল ডায়নামো জাগরেভ। যদিও ৭ মিনিটে ব্রুনো পেটকোভিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়ার দলটি। এই গোলের কিছু পরেই চেলসিকে সমতায় ফেরান রহিম স্টার্লিং। এই ম্যাচের শেষ গোলটি আসে ৩০ মিনিটে। চেলসির হয়ে দ্বিতীয় গোল করে ম্যাচে ভাগ্য লিখেদেন ডেনিস জাকারিয়া। দ্বিতীয়ার্ধে আসা দুই গোলের সুবাদে ২-১ গোলে জয় পায় চেলসি। দ্বিতীয়ার্ধে কোনও দলই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।

এসি মিলান বনাম সালজবার্গ:

এসি মিলান বনাম সালজবার্গ:

ইতালির হাইপ্রোফাইল দল এসি মিলান ৪-০ ব্যবধানে পরাজিত করে সালজবার্গকে। মিলানের হয়ে জোড়া গোল করেন ওলিভার জিরু। একটি করে গোল পান রাদে ক্রুনিচ এবং জুনিয়র মেসিয়াস। প্রথমার্ধে একটি গোল পায় মিলান। তিনটি গোল আসে দ্বিতীয়ার্ধে।

 আম্পায়ারদের উপর কি চাপ সৃষ্টি করছেন কোহলি, কী বলছেন প্রাক্তন তারকারা আম্পায়ারদের উপর কি চাপ সৃষ্টি করছেন কোহলি, কী বলছেন প্রাক্তন তারকারা

English summary
PSG, Chelsea, Manchester City, AC Milan win their group match in Champions league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X