For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতার বিশ্বকাপের জন্য ২৩-সদস্যের দল ঘোষণা করল পর্তুগাল, বাদ হাইপ্রোফাইল স্ট্রাইকার

কাতার বিশ্বকাপের জন্য ২৩-সদস্যের দল ঘোষণা করল পর্তুগাল, বাদ হাইপ্রোফাইল স্ট্রাইকার

Google Oneindia Bengali News

ফিফা বূিশ্বকাপ ২০২২-এর জন্য দল ঘোষণা করল পর্তুগাল। এটাই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কাতারে নিজের সর্বস্য দিয়ে দেশকে বিশ্ব খেতাব এনে দেওয়ার জন্য রোনাল্ডো যে কোনও কসুর রাখবে না সেটা নিশ্চিত। নিয়মিত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বেই বিশ্বকাপে মাঠে নামবে পর্তুগাল। দলে সুযোগ হয়নি হাইপ্রোফাইল স্ট্রাইকার লিভারপুলের দিয়েগো জোটার।

বিশ্বকাপের দলের নেতৃত্বে রোনাল্ডো:

বিশ্বকাপের দলের নেতৃত্বে রোনাল্ডো:

প্রত্যাশা মতোই পর্তুগালের বিশ্বকাপের দলের নেতৃত্বে রয়েছেন রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেডজের কোচ এরিক টেন হাগ তাঁকে প্রথম একাদশে সুযোগ না দিলেও রোনাল্ডোকে ছাড়া বিশ্বকাপ দল ভাবা যায় না। আন্তর্জাতিক ফুটবলে অ্যাকটিভ ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল সংগ্রহকারী ফুটবলার রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে ১১৭টি গোল রয়েছে সিআর ৭-এর। রোনাল্ডো ছাড়াই পর্তুগালের আক্রমণে ভাগে এ বারের বিশ্বকাপে পর্তুগালের আক্রমণ ভাগে দেখা যাবে অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স এবং এসি মিলানের রাফায়েল লিওকে।

দল ঘোষণা করে যা বলছেনে পর্তুগাল কোচ:

দল ঘোষণা করে যা বলছেনে পর্তুগাল কোচ:

পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা করার পর কোচ ফার্নান্দো স্যান্টোস বলেছেন, "যেই খেলোয়াড়দের এই দলে আমি রেখেছি তাঁর প্রত্যেকেই পর্তুগালকে বিশ্ব চ্য়াম্পিয়ন করার জন্য মুখিয়ে রয়েছে।" দিয়েগো জোটা-রেনাতো স্যাঞ্চেজের মতো একাধিক হাইপ্রোফাইল ফুটবলার এই দলে নেই। তবে, স্যান্টোস তাঁদের নিয়ে কথা বলতে আগ্রহী নন। তিনি বলেছেন, "সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটাই যে কোনও ফুটবলাররা বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে। যেই ২৬ জন সুযোগ পেয়েছে তারা মনে করে সুবিচার করা হয়েছে তাদের প্রতি কিন্তু যারা পায়নি তারা উল্টোটাই ভাববে।" এই প্রশিক্ষকের কোচিংয়ে ২০১৬ সালে পর্তুগালকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালের ম্যাচ:

বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালের ম্যাচ:

গ্রুপ 'এইচ'-এ রয়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে পর্তুগাল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে। ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ইউরোপের এই দেশ।

বিশ্বকাপের জন্য পর্তুগালের স্কোয়াড:

বিশ্বকাপের জন্য পর্তুগালের স্কোয়াড:

গোলরক্ষক: দিয়েগো কোস্তা, রুই প্যাট্রিসিয়ো, জোসে সা

ডিফেন্ডার: দিয়েগো ডালোট, জোয়াও ক্যান্সেলো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াজ, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্ডেজ, রাফায়েল গুরেইরো

মিডফিল্ডার: রুবেন নাভাস, জোয়াও পালহিনহা, উইলিয়াম কারভালহো, ব্রুনো ফার্নান্ডেজ, ভিটিনহা, ওটাভিও, জোয়াও মারিও, ম্যাথিউজ নুনেস, বার্নাডো সিলভা

ফরওয়ার্ড: রাফায়েল লিও, জোয়াও ফেলিক্স, রিকার্ডো হোরতা, গঞ্জালো র্যামোস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আন্দ্রে সিলভা

 FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড

English summary
Portugal announced 23 member squad for FIFA World Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X