For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের আগেই স্বস্তির খবর পেরুর শিবিরে

২০১৮ ফিফা বিশ্বকাপে নামার আগেই স্বস্তির আবহ পেরু শিবিরে। কারণ রাশিয়া বিশ্বকাপে অধিনায়ক পাওলো গেরেরোর সার্ভিস নিশ্চিত করল পেরু। কয়েক দিন আগে পর্যন্ত অনিশ্চিত ছিল পেরু অধিনায়কের বিশ্বকাপ ভবিষ্যত।

Google Oneindia Bengali News

২০১৮ ফিফা বিশ্বকাপে নামার আগেই স্বস্তির আবহ পেরু শিবিরে। কারণ রাশিয়া বিশ্বকাপে পেরুর অধিনায়ক পাওলো গেরেরো সার্ভিস নিশ্চিত করল পেরু। কয়েক দিন আগে পর্যন্ত অনিশ্চিত ছিল পেরু অধিনায়কের বিশ্বকাপ ভবিষ্যত। কারণ বেশ কিছু মাস আগে ডোপিংয়ের দায়ে নির্বাসিত হতে হয় গেরেরোকে।

বিশ্বকাপের আগেই স্বস্তির খবর পেরুর শিবিরে

ডোপিংয়ের কারণে পেরু অধিনায়ককে যে শাস্তি দেওয়া হয়েছিল তাঁর মেয়াদ শেষের কথা ছিল বিশ্বকাপের আগেই। কিন্তু ওর্য়াল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি(ওয়াডা)-এর অনুরোধে শাস্তির মেয়াদ বাড়িয়ে ১৪ মাস করে নিয়ামক সংস্থা 'ক্যাস'।

নিজের এই শাস্তির বিরোধিতা করে সুইস ট্রাইবুনালে আপিল করেন পাওলো গেরেরো। বিশ্বকাপের কথা মাথায় রেখে অবশেষে পাওলোর শাস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সুইস ট্রাইবুনাল। এবং বিশ্বকাপ খেলার জন্য তাঁকে মুক্ত ঘোষণা করা হয়। এর পরই ২৩ জনের দলে নাম ঘোষণা করা হয় পাওলো গেরেরোর।

বিশ্বকাপের জন্য পেরু যে দল ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম আকর্ষণ এই পাওলো। এক সময়ে বায়ার্ন মিউনিখের অন্যতম অস্ত্র ছিলেন পাওলো গেরেরো।

১৬ জুন ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে পেরু।

English summary
Paolo Guerrero included in 23 man squad of peru for the world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X