For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে বিয়ারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে প্রতিক্রিয়া দিল বার্ডওয়াইজার

বিশ্বকাপে বিয়ারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে মুখ খুলল বার্ডওয়াইজার

Google Oneindia Bengali News

কাতারের কড়া নিয়মবিধি হতাশ করেছে বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের। বিপুল সংখ্যক সমর্থককে হতাশ করেছে কাতারের একাধিক নিয়ম যার মধ্যে উল্লেখযোগ্য পোশাক সংক্রান্ত বিধিনিষেধ এবং মাঠের মধ্যে বা খোলা জায়গায় বিয়ার বিক্রি এবং বিয়ার পানের উপর নিষেধাজ্ঞা। কাতারের এই সিদ্ধান্তের ফলে ব্যপক ক্ষতির সম্মুখীন হওয়ার পথে বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর বার্ডওয়াইজার। এই সিদ্ধান্তে সংস্থা অত্যন্ত হতাশ এবং সম্প্রতি নিজেদের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছে এই সিদ্ধান্ত 'তাদের হাতের বাইরে'।

বিশ্বকাপে বিয়ারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে মুখ খুলল বার্ডওয়াইজার

আমেরিকার বিয়ার প্রস্তুতকারী সংস্থাটির মালিক শুক্রবার জানিয়েছেন, কাতারে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তাঁদের হাতের বাইরে। প্রতিযোগীতার উদ্বোধনী ম্যাচে দুই দিন আগে কাতারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় স্টেডিয়ামে এবং স্টেডিয়ামের সামনের কোনও জায়গায় বিয়ার বিক্রি করা যাবে না। বিশ্বকাপ কোনও একটা এক সপ্তাহ বা ১০ দিনের ইভেন্ট নয়। এক মাসব্যাপী চলা বিশ্বের শ্রেষ্ঠ স্পোর্টিং ইভেন্ট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ইউ রকম ইউ টার্ন অকল্পনীয়। এর আগে স্টেডিয়ামে বিয়ার বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকলেও বলা হয়েছিল স্টেডিয়ামের বাইরে বিক্রি করা যাবে বিয়ার বিশ্বকাপের সময়। সেই জন্য তৈরি হয়ে গিয়েছিল অস্থায়ী স্টলগুলিও। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তে বার্ডওয়াইজারকে সেই স্টলগুলিকেই অপেক্ষাকৃত কম লাভজনক জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। ইসলাম প্রধান দেশে বরাবরই মদ বিক্রি এবং সেবনের উপর একাধিক বিধিনিষেধ রয়েছে।

কাতারের এই ঘোষণায় বার্ডওয়াইজারের যেমন ক্ষতি হয়েছে তেমনই প্রশ্ন উঠে গিয়েছে ফিফার নিজের টুর্নামেন্টের উপর কতটা নিয়ন্ত্রণ রয়েছে কাতারে। আদৌ কি নিয়ন্ত্রণ রয়েছে ফিফার? কাতার যখন বিশ্বকাপের জন্য বিড করেছিল তখন ফিফার সমস্ত রকম নিয়ম যার মধ্যে অ্যালকহল বিক্রির কথাও বলা ছিল সেইগুলি মেনে নিয়েছিল কিন্তু মাত্র টুর্নামেন্ট শুরুর ১১ সপ্তাহ আগে পুরো বিষয়টা কাতারের পক্ষ থেকে জানানো হয়। একমাত্র হসপিটালিটি বিভাগে বিয়ার সহ অন্যান্য মদ বিক্রি করা যাবে।

ফিফার সঙ্গে বার্ডওয়াইজারের সম্পর্ক বহু পুরনো। ১৯৮৬ বিশ্বকাপ থেকে ফিফার সঙ্গে যুক্ত বিয়ার প্রস্তুতকারী সংস্থাটি। পরবর্তী সংস্করণে উত্তর আমেরিকায় হতে চলা বিশ্বকাপের আগে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়েও দুই পক্ষের মধ্যে কথা চলছিল। এই পরিস্থিতিতে কাতার বিশ্বকাপে এত বড় ক্ষতির ধাক্কা সামলে ফিফার সঙ্গে নতুন করে কোম্পানিটি চুক্তি করবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। বার্ডওয়াউজার পুরো ঘটনায় এতটাই হতাশ এবং অসন্তুষ্ট যে টুইটারে তাঁদের অবস্থান স্পষ্ট করে লিখেছে, "এটা বিশ্রী বিষয়।"

English summary
One of the main sponsor of FIFA Budweiser breaks silence on beer ban in Qatar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X