For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুক্তি বিতর্কে এসসি ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত স্টেইনম্যানের, অপেক্ষায় ব্রাইট, মমতার দ্বারস্থ শ্রী সিমেন্ট

চুক্তি বিতর্কে এসসি ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত স্টেইনম্যানের, অপেক্ষায় ব্রাইট, মমতার দ্বারস্থ লগ্নিকারী

  • |
Google Oneindia Bengali News

লগ্নিকারী সংস্থা এবং ক্লাবের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর নিয়ে টালবাহানা দেখে এসসি ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন মাট্টি স্টেইনম্যান। গত মরসুমে লাল-হলুদের মাঝমাঠকে কার্যত একাই শাসন করা এই জার্মান ফুটবলার নিজের সিদ্ধান্তের কথা ক্লাব কর্তা এবং লগ্নিকারী সংস্থাকে জানিয়ে দিয়েছে বলে খবর। তাঁর পথে হেঁটে এসসি ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন নাইজেরিয়ার ব্রাইট এনোবাখারেও। সমস্যা সমাধানে ফের রাজ্যের বিদায়ী তথা নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে শ্রী সিমেন্ট।

চুক্তি বিতর্কে এসসি ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত স্টেইনম্যানের, অপেক্ষায় ব্রাইট, মমতার দ্বারস্থ শ্রী সিমেন্ট

এক বছর আগে পুরনো বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে বিচ্ছেদের পরে স্পোর্টিং রাইটাস হস্তান্তর এবং নতুন লগ্নিকারী খোঁজে হন্যে হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তারই মধ্যে আই লিগ ছেড়ে আইএসএল খেলতে মরিয়া হয়ে ওঠা লাল-হলুদ, বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিল। সমস্যার সমাধানও করেছিলেন নেত্রী। শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়ে দিয়ে, এআইএফএফের সঙ্গে যোগাযোগ করে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবকে আইএসএল খেলার টিকিট পাইয়ে দিয়েছিলেন মমতা।

তবে এক বছর যেতে না যেতেই নতুন লগ্নিকারী সংস্থার সঙ্গে চুক্তি সংক্রান্ত জটে জড়িয়ে পড়েছে ইস্টবেঙ্গল। আইএসএল খেলা অন্যান্য ক্লাবগুলি যখন আগামী মরসুমের জন্য ঘর গোছানোর কাজে নেমে পড়েছে, তখন চিঠি চালাচালিতেই সময় কাটছে শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গের। নতুন চুক্তিপত্র হাতে না পাওয়া ফুটবলাররা অধৈর্য হয়ে পড়েছেন। ইতিমধ্যে ক্লাব ছেড়েছেন ডিফেন্ডার সার্থক গোলুই। ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মাট্টি স্টেইনম্যান এবং গত মরসুমে সাড়া জাগানো ব্রাইট এনোবাখারেও।

এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল স্টেইনম্যানের। কিন্তু ক্লাব ও লগ্নিকারীদের এই টানাপোড়েনের মধ্যে তিনি নিজেকে আর জড়াতে চান না বলে জানিয়েছেন জার্মানির অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলা ২৬ বছরের ফুটবলার। এর অনেক বেশি টাকায় নিজের পুরনো জার্মান ক্লাবে ফিরতে চান মাট্টি। নাইজেরিয়ার ব্রাইট এনোবাখারেকেও আটকে রাখতে পারছেন না লাল-হলুদ কর্তারা। ২৩ বছরের ফুটবলারের শ্রী সিমেন্টের দফতরে পৌঁছেছে বলেও খবর।

এরপরেই নড়েচড়ে বসেছে ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা। চুক্তির জট কাটাতে তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলা মমতাৃ বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে শ্রী সিমেন্ট। তৃণমূল কংগ্রেস নেত্রী সমস্যার সমাধান করবেন বলে আশা তাঁদের। গোটা পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছেন লাল-হলুদের সদস্য এবং সমর্থকরা।

English summary
Matti Steinmann and Bright Enobhakhare are decided to leave SC East Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X