For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকট সম্পর্কে জানেন কি

জাবিভাকা হল ২০১৮ ফিফা বিশ্বকাপ রাশিয়ার অফিসিয়াল ম্যাসকট। ২০১৬ সালের ২১ অক্টোবর ম্যাসকটটি প্রকাশ পায়।

  • |
Google Oneindia Bengali News

জাবিভাকা হল ২০১৮ ফিফা বিশ্বকাপ রাশিয়ার অফিসিয়াল ম্যাসকট। ২০১৬ সালের ২১ অক্টোবর ম্যাসকটটি প্রকাশ পায়। টি শার্ট পড়া নেকড়ে পায়ে ফুটবল নিয়ে শট নিতে যাচ্ছে। বুকে লেখা 'রাশিয়া ২০১৮'। চোখে রয়েছে কমলা রঙের স্পোর্টস গ্লাস। যে জার্সিটি পরানো হয়েছে সেটি রাশিয়া দলের সরকারি জার্সি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকট সম্পর্কে জানেন কি

ম্যাসকটটি তৈরি করেছেন রাশিয়ার এক ডিজাইনার ছাত্র। নাম ইকাতেরিনা বোচারোভা। ম্য়াসকটটি ইন্টারনেট ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়েছে।

২২ অক্টোবর ২০১৬ সালে ইন্টারনেট ভোটিংয়ের ফলাফল প্রকাশিত হয়। জাবিভাকা নামে নেকড়েকেই শেষ অবধি বেছে নেওয়া হয়। এটি পায় ৫৩ শতাংশ ভোট। এরপরে ছিল বাঘ (২৭ শতাংশ ভোট), বিড়াল (২০ শতাংশ ভোট)।

মোট ১০ লক্ষ মানুষ ভোটিংয়ে অংশ নেন। ফিফার মাধ্যমেই ২০১৬-র সেপ্টেম্বরে ভোটিং হয়। রাশিয়ার চ্যানেল ওয়ান-এ ফলাফলের সরাসরি সম্প্রচারও হয়। তারপরই জাবিভাকাকে বেছে নেওয়া হয়।

English summary

 Know about the official mascot of the 2018 FIFA World Cup
 Zabivaka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X