For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

El Clasico: ঐতিহ্যের লড়াইয়ে দলের সেরা অস্ত্রকে বাইরে রেখেই মাঠে নামতে হবে মাদ্রিদকে, বিকল্প হিসেবে তৈরি বেল

ঐতিহ্যের লড়াইয়ে দলের সেরা অস্ত্রকে বাইরে রেখেই মাঠে নামকে হবে মাদ্রিদকে, বিকল্প হিসেবে তৈরি বেল

Google Oneindia Bengali News

সোমবার ভারতীয় সময়ে গভীর রাতে ঐতিহ্যের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এসল ক্লাসিকো উপলক্ষে ইতিমধ্যেই উত্তেজনার চোরাস্রোত বয়ে চলেছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দুই দলের কোটি কোটি অনুগামীর ধমনী দিয়ে।

El Clasico: ঐতিহ্যের লড়াইয়ে দলের সেরা অস্ত্রকে বাইরে রেখেই মাঠে নামকে হবে মাদ্রিদকে, বিকল্প হিসেবে তৈরি বেল

বিশ্ব ফুটবলের অন্যতম গ্ল্যামারাস ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোনও দলই যে এক ইঞ্চি জমি ছাড়বে না তা সহজেই অনুমেয়। কিন্তু এই ম্যাচে পূর্ণ শক্তির দল পাবেন না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি। চোটের কারণে এল ক্লাসিকোয় করিম বেঞ্জিমার সার্ভিস পাবে না রিয়াল মাদ্রিদ।

ফরাসি তারকার অনুপস্থিতিতে তাঁর জায়গায় কে খেলতে পারেন এবং দলের পরিকল্পনা কী হবে, তা নিয়ে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করেন দুরন্ত ফর্মে থাকা করিম বেনজেমা। এরপর লা লিগায় গত ম্যাচে মালোর্কার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তবে এল ক্ল্যাসিকোর আগে তাঁকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। মালোর্কার বিরুদ্ধে পাওয়া চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি বেঞ্জিমা। যার ফলে জাভি'ৎ দলের বিরুদ্ধে তাঁর মাঠে নামা হচ্ছে না।

কার্লো আনসেলত্তি এ প্রসঙ্গে বলেছেন, "আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। ও (বার্সেলোনার বিরুদ্ধে) খেলতে পারবেন না, ও প্রশিক্ষণেও অংশ নেয়নি। ও কিছুটা অস্বস্তি বোধ করছে।" তবে, রিয়াল ভক্তদের আশ্বস্থ করে তিনি বলেছেন, এটা ছোট ইনজুরি।

লা লিগায় ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে বার্সেলোনা। ১৫ পয়েন্টের ব্যবধানে বার্সার চেয়ে এগিয়ে থাকার পরও প্রতিপক্ষকে সমীহ করছেন আনসেলত্তি। তাঁর মতে, "বার্সেলোনার পরিচয় কখনোই বদলাবে না। তাদের খেলার পরিষ্কার ধরন রয়েছে।"

কোচ হিসেনে জাভি;র প্রশংসাও করেন রিয়াল মাদ্রিদের বস। তিনি বলেন, "জাভি ভাল করছে। দলটা অনেক উন্নতি করেছে এবং তারা এখন ভাল ফর্মে রয়েছে। আমাদের পূর্ণাঙ্গ খেলা খেলতে হবে। ভালভাবে রক্ষণ সামলাতে হবে, চাপ বাড়াতে হবে, বলের নিয়ন্ত্রণ রাখতে হবে।" করমি বেঞ্জিমার জায়গা খেলানোর জন্য গ্যারেথ বেলকে তৈরি রেখেছেন আনসেলত্তি। এছাড়াও রয়েছেন ডিয়াজ, জোভিচ। বেঞ্জিমার জায়গায় আগে বর্ষীয়ান কোচ খেলিয়ে দেখেছিলেন ইসকো এবং রদ্রিগোকে।

চলতি বছর ১৩ জানুয়ারি সুপার কাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ২-৩ গোলে হেরেছিল বার্সেলোনা। রিয়ালের হয়ে একটি করে গোল করেছিলেন করিম বেঞ্জিমা, ভিনিসিয়াস জুনিয়র এবং ফেড্রিকো ভালভার্দে। বার্সার হয়ে দু'টি গোল করেছিলেন লুক ডি জং এবং আনসু ফাতি।

English summary
Real Madrid’s goal machine Karim Benzema to miss El Clasico. He did not take part in last day’s training. Benzema got injury during the last match against Mallorca.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X