For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে কেরালার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্র এটিকে মোহনবাগানের, জনি কাউকোর গোলে লিগশীর্ষে সবুজ মেরুন

  • |
Google Oneindia Bengali News

দু-দুবার পিছিয়ে পড়েও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্র করল এটিকে মোহনবাগান। আজ তিলক ময়দানের এই ম্যাচে প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। ম্যাচের মেজাজ চড়া থাকায় দ্বিতীয়ার্ধে ৭ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। তারই মধ্যে লাল কার্ড দেখেন প্রবীর দাস। শেষ বাশি বাঁজার কয়েক সেকেন্ড আগে জনি কাউকোর গোল স্বস্তি দেয় হুয়ান ফেরান্দোর দলকে।

আইএসএলে কেরালার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্র এটিকে মোহনবাগানের

এদিনের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় টানা ১২ ম্যাচে অপরাজেয় রইল গতবারের রানার-আপ এটিকে মোহনবাগান। সেই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল এটিকে মোহনবাগান। এদিনের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় টানা ১২ ম্যাচে অপরাজেয় রইল গতবারের রানার-আপ এটিকে মোহনবাগান। সেই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল এটিকে মোহনবাগান। এই ম্যাচটিকে অনেকে টুর্নামেন্টের এখনও অবধি সেরা ম্যাচ বলেই অভিহিত করছেন। ম্যাচের ৭ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে অনবদ্য গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন আদ্রিয়ান লুনা। যদিও এর এক মিনিট পরেই সমতা ফেরায় এটিকে মোহনবাগান। প্রীতম কোটালের ক্রস বিপক্ষের জালে জড়িয়ে দিয়ে সমতা ফেরান ডেভিড উইলিয়ামস। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দলই গোল পেতে মরিয়া ছিল।

আইএসএলে কেরালার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্র এটিকে মোহনবাগানের

৬৪ মিনিটে কেরালা ব্লাস্টার্স এফসিকে ফের এগিয়ে দেন লুনা। ৮৩ মিনিটে কিয়ান নাসিরি ও ৮৭ মিনিটে প্রবীর দাসকে নামান ফেরান্দো। এটিকে মোহনবাগান ভালো আক্রমণ শানিয়েও সমতা ফেরানোর গোলটি করতে পারছিল না। এরই মধ্যে ইনজুরি টাইমে মাথা গরম করে লাল কার্ড দেখেন প্রবীর। ম্যাচ জিততে কেরালার হাতে যখন আর কয়েক সেকেন্ড তখন সেই জয়ের স্বপ্ন চুরমার করে দেন জনি কাউকো। হুগো বুমৌসের বাড়ানো বল থেকে অনবদ্য দক্ষতায় গোল করে বাগান শিবির ও বাগান ভক্তদের স্বস্তি দেন কাউকো।

আইএসএলে কেরালার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্র এটিকে মোহনবাগানের

এদিনের ম্যাচে এটিকে মোহনবাগানের দখলে ছিল ৫৭ শতাংশ বল, ৪৩ শতাংশ কেরালা ব্লাস্টার্সের। দ্বিতীয়ার্ধে ম্যাচের মেজাজ চড়তে থাকে বাগান ১-২ গোলে পিছিয়ে পড়ার পর। কেরালার ৬ জন ফুটবলার হলুদ কার্ড দেখেন। এটিকে মোহনবাগানের একজন হলুদ ও একজন লাল কার্ড দেখেন। আজকের ম্যাচ ড্র হওয়ায় ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট হলো এটিকে মোহনবাগানের। দুইয়ে নেমে গেল হায়দরাবাদ এফসি, তাদের ঝুলিতে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। ১৬ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের হলো ২৭ পয়েন্ট, তারা পয়েন্ট তালিকার চতুর্থ স্থানটি ধরে রাখল।

English summary
Joni Kauko's Last Moment Equalizer Saves ATK Mohun Bagan Against Kerala Blasters FC In ISL. The Game Ended 2-2 After ATKMB Were Down To 10 Men.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X