For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

র‌্যাশফোর্ড-ফোডেনের প্রাক্তন কোচ আসছেন জামশেদপুরে, বেঙ্গালুরু এফসির দায়িত্বেও তারকা প্রশিক্ষক

র‌্যাশফোর্ড-ফোডেনের প্রাক্তন কোচ আসছেন জামশেদপুরে, বেঙ্গালুরু এফসির দায়িত্বেও তারকা প্রশিক্ষক

Google Oneindia Bengali News

আসন্ন আইএসএল-এ দেখা যেতে চলেছে প্রিমিয়র লিগে ওয়ালফোর্ডকে কোচিং করানো এডি বুথরয়েডকে। এই ব্রিটিশ ম্যানেজারের সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছে জামশেদপুর এফসি। বাকি শুধু সরকারী ঘোষণা।

র‌্যাশফোর্ড-ফোডেনের প্রাক্তন কোচ আসছেন জামশেদপুরে, বেঙ্গালুরু এফসির দায়িত্বেও তারকা প্রশিক্ষক

৫১ বছর বয়সী এই ইংরেজ কোচ নিজের ফুটবল কেরিয়ারে খেলেছেন হাডার্সফিল্ড টাউন, ব্রিস্টল রোভার্স, ম্যানসফিল্ড টাউন-এর মতো ক্লাবে। যদিও কখনও ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানোর সুযোগ তিনি পাননি।

২০০৫ সালে কোচ হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। কোট হিসেবে তাঁর প্রথম ক্লাব ওয়াটফোর্ড। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত টানা তিন বছর ঐতিহ্যশালী ক্লাবের প্রধান কোচের দায়িত্বে ছিলেন বুথরয়েড। প্রথম মরসুমেই চ্যাম্পিয়নশিপ থেকে ওয়াটফোর্ডকে প্রিমিয়ার লিগে তুলে নিয়ে আসেন তিনি চ্যাম্পিয়নশিপ জিতে। তাঁর কোচিং-এ এফএ কাপের সেমিফাইনালে পৌঁছেছিল দ্য হর্নেটস। চ্যাম্পিয়নশিপে একাধিক বার মাসের সেরা ম্যানেজার পুরস্কার তিনি পেয়েছেন।

ক্লাব ফুটবলে ওয়াটফোর্ড ছাড়া তিনি কোচিং করিয়েছেন কোলচেস্টার ইউনাইটেড, কোভেন্ট্রি সিটি এবং নর্থহ্যামটন টাউনকে। ২০১৪-১৫ মরসুম থেকে ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলের দায়িত্বে আসেন তিনি। ২০১৪-১৫ এবং ২০১৬ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২০ দলকে কোচিং করান তিনি। ২০১৫-১৬ মরসুমে কোচিং করান ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের প্রধান প্রশিক্ষক ছিলেন তিনি।

র‌্যাশফোর্ড-ফোডেনের প্রাক্তন কোচ আসছেন জামশেদপুরে, বেঙ্গালুরু এফসির দায়িত্বেও তারকা প্রশিক্ষক

অপর দিকে, বেঙ্গালুরু এফসি কোচ হিসেবে নিযুক্ত করেছেন সিমন গ্রেসনকে। লিডস ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, লেস্টার সিটি'র প্রাক্তন ডিফেন্ডারকে দুই বছরের চুক্তিতে সই করিয়েছে বেঙ্গালুরু এফসি। ২০০৪ সালে কোচিং-এ পা রাখেন ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরে ৪০০-র বেশি ম্যাচ খেলা গ্রেসন। বেঙ্গালুরু এফসি'র দায়িত্ব নেওয়ার আগে কোচ হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন ব্ল্যাকপুল, লিডস ইউনাইটেড, হাডার্সফিল্ড টাউন, প্রেস্টন নর্থ এন্ড, সান্ডারল্যান্ড, ব্র্যাডফোর্ড সিটি এবং ফ্লিটউড টাউনের।

English summary
Jamshedpur FC to sign Aidy Boothroyd for ISL. Bengaluru FC appoints Simon Grayson
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X