For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি, চোখের জলে মাঠ ছাড়লেন বুঁফো

ইতালি আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না।

  • |
Google Oneindia Bengali News

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। পাওলো রোসি, রবার্টো বাজ্জিওর দেশ ফুটবল বিশ্বে শোকের আবহ তৈরি করে ছিটকে গেল বাছাইপর্ব থেকে। এই ঘটনায় সারা বিশ্বে ফুটবলপ্রেমী জনতা শোকে মূহ্যমান।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি

সোমবার রাতে প্লে অফের ম্যাচ ছিল সুইডেনের সঙ্গে। এই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় ইতালি রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল। অন্যদিকে প্রথম লেগেল খেলায় এক-শূন্য গোলে এগিয়ে থাকায় সুইডেন বিশ্বকাপের মূলপর্বে চলে গেল।

এর আগে ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবছরও ইতালি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এবারও তেমনই হল। ষাট বছর বাদে বিশ্বকাপ থেকে ছিল গেল ইতালি।

সুইডেন ম্যাচের বেশিরভাগ সময়ই বলের দখল ছিল ইতালির খেলোয়াড়দের পায়ে। তবে তেকাঠির মধ্যে বল ঢোকাতে ব্যর্থ হয়েছে ইতালির খেলোয়াড়রা। সবমিলিয়ে বুঁফোর দলকে সামনের বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না।

সামনের বিশ্বকাপে অনেক বড় দল যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল। তার মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, চিলে, ঘানা, আইভরি কোস্ট, ক্যামেরুনের মতো দল। এবার সেই নাম লেখাল ইতালি।

English summary
Italy misses Russia World Cup 2018 for first time since 1958
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X