For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের ঐতিহাসিক ডার্বি: একনজরে বাঙাল-ঘটি মহারণের, সবেচেয়ে বেশি গোলদাতাদের নাম জেনে নিন

আইএসএলের ঐতিহাসিক ডার্বি: একনজরে বাঙাল-ঘটি মহারণের, সবেচেয়ে বেশি গোলদাতাদের নাম জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলে ঐতিহাসিক দিন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই গোয়ায় ডার্বি যুদ্ধে মাঠে নামবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। কর্পোরেট যোগের পর এই প্রথম আইএসএল মঞ্চে এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল লড়াই দেখার অপেক্ষায় ভারতীয় ফুটবল ফ্যানেদের প্রহর গোনা শুরু। ছয় বছরের অপক্ষা শেষে এই প্রথমবার আইএসএল মঞ্চে ডাঙায় যুদ্ধে ইলিশ-চিংড়ি। মেগা লিগে এই প্রথমবার এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে। একনজরে কলকাতা ডার্বির ইতিহাসে সর্বাধিক গোলদাতাদের নাম জেনে নেওয়া যাক।

আইএসএলের ঐতিহাসিক ডার্বি: একনজরে বাঙাল-ঘটি মহারণের, সবেচেয়ে বেশি গোলদাতাদের নাম জেনে নিন

বাঙালির চিরন্তন ইলিশ-চিংড়ির যুদ্ধে সবচেয়ে বেশি গোল রয়েছে বাইচুং ভুটিয়ার। প্রাক্তন ভারত অধিনায়ক ডার্বি ম্যাচে ১৯টি গোল করেছেন। এরপরই রয়েছে মোহনবাগানের ব্যারেটোর নাম। ব্রাজিলিয়ান তারকা বিদেশি ডার্বিতে ১৭টি গোল করেছেন। তালিকায় তৃতীয় স্থানে চিমা ওকোরি রয়েছেন। ডার্বিতে তাঁর গোলসংখ্যা ১৬টি।

অন্যদিকে মহম্মদ হাবিবের ডার্বিতে ১০টি গোল রয়েছে। মোহনবাগানের শিশির ঘোষেরও ডার্বিতে গোলসংখ্যা ১০। শ্যাম থাপা, আইএম বিজয়ন বাঙালির চিরন্তন আবেগের ডার্বিতে ৮টি করে গোল করেছেন। ইস্টবেঙ্গলের অ্যালভিটোরও ডার্বিতে ৮ গোল রয়েছে। দীপেন্দু বিশ্বাসের ডার্বি গোল সংখ্যা ৭টি।

জার্সিতে 'মারাদোনা ১০' লিখে ফুটবল ঈশ্বরকে বিশেষ শ্রদ্ধা ফুটবলারদেরজার্সিতে 'মারাদোনা ১০' লিখে ফুটবল ঈশ্বরকে বিশেষ শ্রদ্ধা ফুটবলারদের

English summary
Isl derby 2020: atk mohun bagan vs sc east bengal, highest goal scorer in derby match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X