For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এফসি গোয়া ম্যাচ থেকে এসসি ইস্টবেঙ্গলে শুরু হচ্ছে নতুন অধ্যায়, চেনা ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনার শপথ মারিওর

এফসি গোয়া ম্যাচ থেকে এসসি ইস্টবেঙ্গলে শুরু হচ্ছে নতুন অধ্যায়, চেনা ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনার শপথ মারিওর

Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গলে ফের শুরু হতে চলেছে মারিও রিভেরা অধ্যায়। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কাটিয়ে সোমবারই মাঠে নেমে পড়েছিলেন তিনি। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে মারিও-র কোচিংয়ে আইএসএলে প্রথম ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের হেড স্যার হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করার আগে এই দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী স্প্যানিশ কোচ।

এফসি গোয়া ম্যাচ থেকে এসসি ইস্টবেঙ্গলে শুরু হচ্ছে নতুন অধ্যায়, চেনা ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনার শপথ মারিওর

এফসি গোয়ার বিরুদ্ধে ভাল ফলাফল লক্ষ্য থাকলেও তিন পয়েন্টই পেতে হবে এই রকম মানসিকতা নিয়ে ছেলেদের মাঠে নামাচ্ছেন না রিভেরা। ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার তিনি স্পষ্ট করে দিয়েছেন নিজের পরিকল্পনার কথা। রিভেরা বলেছেন, "গোটা দলের মুড ঠিক করা আমার প্রাথমিক লক্ষ্য। কোনও দলে মরসুমের মাঝ পথে যখন আসতে হয় তখন বুঝতে হবে দলটার সব কিছু ঠিকঠাক চলছে না। আমি লক্ষ্য ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করা।"

তবে, যেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে দল যাচ্ছিল এবং এখন ফুটবলাররা যেই অবস্থায় রয়েছে, তাতে বিস্তর ফারাক রয়েছে জানিয়েছেন রিভেরা। তাঁর কথায়, "আগের থেকে অনেক ভাল ছন্দে রয়েছে দল। এখন ফুটবলারদের মধ্যে থেকে আমাদের সেরাটা বের করে আনতে হবে।"

এফসি গোয়ার বিরুদ্ধে পুরো দলকে পাবে না ইস্টবেঙ্গল। কার্ড সমস্যা এবং চোট আঘাত জনিত সমস্যায় অনেকেই থাকবে না। একাধিক বিভাগের নির্ভরযোগ্য ফুটবলার না থাকলেও তাঁর দল যে আক্রমণাত্মক ফুটবল খেলবে সেই বিষয়ে আভাস দিয়ে রেখেছেন রিভেরা। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার প্রাক্তন সহকারীর কথায়, "আমি টোটাল ফুটবল পছন্দ করি। আমার প্রথম লক্ষ্য দলের স্পিরিটটা বজায় রাখা। শেষ কিছু ম্যাচে ফুটবলাররা নিজেদের সব কিছু দিয়ে লড়াই করেছে। আমি আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালবাসি। তবে মনে রাখা জরুরি ম্যাচ জিততে হলে শুধু আক্রমণাত্মক খেললেই চলে না, আক্রমণ এবং ডিফেন্সের মধ্যে তালমিল থাকাটা খুবই জরুরি।" জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় চিমা চুকুর পরিবর্তে সই করানো ব্রাজিলের তরুণ স্ট্রাইকার মার্সেলো'র সার্ভিস পাবে না ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল সমর্থকদের হাতের তালুর মতো চেনেন মারিও রিভেরা। আলেজান্দ্রো মেনেন্দেজের সঙ্গে সহকারী হিসেবে প্রথম ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জড়িয়েছিলেন এই স্প্যানিশ কোচ। আলেজান্দ্রোর কোচিং-এ দ্বিতীয় বছর ব্যক্তিগত কারণে ভারতে আর না ফিরলেও আলেজান্দ্রো দায়িত্ব ছাড়ার পর মাঝ মরসুমে তাঁকে প্রধান কোচ করে নিয়ে আসে ইস্টবেঙ্গল। তাঁর অধীনে আই লিগে ভালই খেলেছিল ইস্টবেঙ্গল। আবারও মাঝ মরসুমে দায়িত্ব পেলেন মারিও রিভেরা। মানলো ডিয়াজের ছেড়ে যাওয়া হট সিটে বসেছেন তিনি। সমর্থকদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সাফল্যের মুখ দেখানোর। আই লিগের মাঝ পথে দায়িত্ব নিয়ে দলকে দ্বিতীয়স্থানে তুলে নিয়ে এসেছিলেন, ঠিক সেই ভাবেই এই কঠিন পরিস্থিতি থেকে লাল-হলুদ বাহিনীকে টেনে বের করার আশ্বাস দিয়েছেন তিনি।

English summary
SC East Bengal to face FC Goa in a crucial encounter on Wednesday. East Bengal boss Mario rivera is hopeful to produce good performance in the later part of the season. This is second time Mario is taking east bengal’s responsibility as chief coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X