For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে জয়ের সরণিতে এটিকে মোহনবাগান, পেত্রাতোসের জোড়া গোলে পরাস্ত ওডিশা এফসি

আইএসএলে এক মাস পর জয়ের মুখ দেখল এটিকে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের জোড়া গোলে হারাল ওডিশা এফসিকে।

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে এক মাস পর জয়ের মুখ দেখল এটিকে মোহনবাগান। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সবুজ মেরুন ২-০ গোলে হারাল ওডিশা এফসিকে। জোড়া গোল করলেন দিমিত্রি পেত্রাতোস। ইংরেজির নতুন বছরে এটিই এটিকে মোহনবাগানের প্রথম জয়। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে হুয়ান ফেরান্দোর দল আছে তৃতীয় স্থানে।

আইএসএলে জয়ের সরণিতে এটিকে মোহনবাগান

(ছবি- এফএসডিএল)

প্রথম থেকেই ম্যাচে আধিপত্য ছিল এটিকে মোহনবাগানের। তিন মিনিটেই গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দিয়েছিলেন পেত্রাতোস (Dimitri Petratos)। যেভাবে ফেরান্দোর দল খেলছিল তাতে বিরতিতেই অনেক বেশি গোলে এগিয়ে থাকতে পারতো বাগান। মনবীর সিং, হুগো বুমৌস, আশিক কুরুনিয়ানরা ওজিশার রক্ষণভাগের উপর লাগাতার চাপ বজায় রাখছিলেন। তবে পেত্রাতোসের গোলটি ছা়ড়া আর কোনও গোল হয়নি প্রথমার্ধে। ওডিশা গোলকিপার অমরিন্দর সিং কয়েকটি ভালো শট রুখে দেন। ওডিশা এফসি প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলে। বল দখলের লড়াইয়ে যেমন পিছিয়ে ছিল, তেমনই আক্রমণও দানা বাঁধেনি।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ওডিশা এফসি। কয়েকজন ফুটবলারকে পরিবর্ত হিসেবে নামিয়েও অবশ্য লাভ কিছু হয়নি। ৮০ মিনিটের মাথায় এটিকে মোহনবাগান দ্বিতীয় গোল পেয়ে যেতেই ম্যাচের ফলাফল স্পষ্ট হয়ে যায়। আশিস রাই ডান প্রান্তে থ্রু বল ধরে পারফেক্ট লো-ক্রস বাড়ান। যা থেকে গোল করতে কোনও ভুল করেননি পেত্রাতোস। ম্যাচের শেষ লগ্নে মাথা গরম করে লাল কার্ড দেখেন কুরুনিয়ান। যা জয়ের মধ্যেও এটিকে মোহনবাগানের জন্য অস্বস্তির কারণ হয়ে রইল। কার্লোস ডেলগাডোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন আশিক। তাঁকে রেফারি লাল কার্ড দেখান, ডেলগাডোকে দেখান হলুদ কার্ড।

২৮ ডিসেম্বর ঘরের মাঠেই এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। এরপর ১৪ জানুয়ারি মুম্বই সিটি এফসির কাছে ০-১ গোলে পরাস্ত হয়। গত শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাগান। এদিনের জয়ের সুবাদে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো এটিকে মোহনবাগান। এফসি গোয়া ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে নেমে গেল চারে। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট রয়েছে ওডিশা এফসির। তারা নেমে গেল সাতে, রয়েছে বেঙ্গালুরু এফসির পরেই (১৬ ম্যাচে ২২ পয়েন্ট)। গোলপার্থক্যে ওডিশার চেয়ে এগিয়ে বেঙ্গালুরু। ৫ ফেব্রুয়ারি ঘরের মাঠেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান।

English summary
ISL 2022-23 ATK Mohun Bagan Beat Odisha FC By 2-0. Dimitri Petratos Has Scored A Brace.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X