আইএসএলে ওড়িশার মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, প্রায় একই প্রেক্ষাপটে পাল্লা ভারী কোন দলের?
রবিবার নতুন বছরে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ। ম্যাচ জিততে মরিয়া দুই দলই। কারণ দুই শিবিরই লিগ তালিকায় শেষের দিকে অবস্থান করছে। ফলে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে আশা ফুটবল প্রেমীদের। তারই প্রেক্ষিতে কোন দলের পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

লিগ তালিকায় অবস্থান
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ৩ পয়েন্ট হাসিল করতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে এখনও একটিও ম্যাচ জেতেনি লাল-হলুদ। তিনটি ম্যাচ ড্র করেছে কলকাতার ক্লাব। চারটি ম্যাচ হেরে আইএসএল তালিকার দশম স্থানে রয়েছে রবি ফাওলারের দল। অন্যদিকে ওড়িশা এফসি সাত ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার একাদশ বা সর্বশেষ স্থানে অবস্থান করছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ হেরেছে এই দল।

দুই দলের গোল সংখ্যা
চলতি আইএসএলে এখনও পর্যন্ত পাঁচটি গোল করতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল। উল্টে ১৩টি গোল খেয়ে বসে রয়েছে কলকাতার ক্লাব। ফলে লাল-হলুদের গোলপার্থক্য -৮। অন্যদিকে টুর্নামেন্টে পাঁচটি গোল করেছে ওড়িশা এফসি। ১১টি গোল খেয়েছে।

দুই দলের শক্তি ও দুর্বলতা
এসসি ইস্টবেঙ্গলের আক্রমণ ও মাঝমাঠ কিন্তু খেলা ধরে নিয়েছে। মাট্টি স্টেইনম্যান, আন্টোনি পিলকিংটন এবং জ্যাকুয়াস মাঘোমার মধ্যে দুর্দান্ত বোঝাপড়া নজরে পড়ছে। কিন্তু নড়বড়ে ডিফেন্সের জন্যই প্রতি ম্যাচে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে লাল-হলুদকে। কমবেশি একই অবস্থা ওড়িশা এফসি-রও।

পাল্লা ভারী কোন দলের
পয়েন্ট ও অবস্থানের নিরিখে দুই দলের পরিস্থিতি কমবেশি এক হলেও এ লড়াইয়ে এসসি ইস্টবেঙ্গলের পাল্লা ভারী থাকবে বলে মনে করা হচ্ছে। রবিবারের ম্যাচে লাল-হলুদের প্রথম একাদশে নাইজেরিয় ব্রাইট অন্তর্ভূক্ত হলে দলে পজিটিভ স্ট্রাইকারের অভাব পূরণ হবে বলে ধরে নেওয়া যায়।
আইএসএলে পিছিয়ে থাকা এসসি ইস্টবেঙ্গলের পরিত্রাতা হতে প্রস্তুত ব্রাইট, মাঠে নামবেন কবে?
