আইএসএল ডার্বিতে ফের এটিকে মোহনবাগানের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, এগিয়ে কোন শিবির? দুই দলের সম্ভাব্য একাদশ
চলতি আইএসএলের দ্বিতীয় ডার্বিতে শক্তিশালী এটিকে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে লড়াকু এসসি ইস্টবেঙ্গল। গত মোকাবিলার ফল ভুলে দুই দলই যে এই ম্যাচ জিততে মরিয়া হয়ে ঝাঁপাবে, তা নিশ্চিত। ইস্ট-মোহন হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় বসে রয়েছেন ফুটবল প্রেমীরা। তার আগে মুখোমুখি পরিসংখ্যানে কোন দল এগিয়ে, দুই শিবিরের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
ইস্ট-মোহন ডার্বির ইতিহাস প্রায় একশো বছর পুরনো। দেশের বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত ৩২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১২২ বা জিতেছে লাল-হলুদ। ৯৪ বার জিতেছে সবুজ-মেরুন। ১২১টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

দুই দলের শেষ সাক্ষাতের ফল
গত নভেম্বরে চলতি আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। ২-০ গোলে মোকাবিলা জিতেছিল সবুজ-মেরুন। তবে ম্যাচে লড়াই করেছিল লাল-হলুদ।

দুই দলের সম্ভাব্য একাদশ
এসসি ইস্টবেঙ্গল : সুব্রত পাল (গোলরক্ষক), ড্যানি ফক্স, অঙ্কিত মুখোপাধ্যায়, মাটি স্টেইনম্যান, স্বার্থক গোলুই, নারায়ণ দাস, আন্টোনি পিলকিংটন, ব্রাইট এনোবাখারে, জ্যাকুয়াস মাঘোমা, রাজু গায়েকোয়াড়, সৌরভ দাস।
এটিকে মোহনবাগান : অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, লেনি রডরিগেজ, কার্ল ম্যাকহাগ, মনবীর সিং, মার্সিলিনহো, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা।

দুই দলের ছক
প্রথম আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৩-৪-২-১ ছকে খেলতে পারে এসসি ইস্টবেঙ্গল। একই ছকে দল সাজাতে পারেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস।