For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে ফের এটিকে মোহনবাগান বনাম কেরল, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ

আইএসএলে ফের এটিকে মোহনবাগান বনাম কেরল, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে আরও একবার কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। জয়ের সরণীতে ফিরতে মরিয়া সবুজ-মেরুন এদিন মাঠে যে সর্বস্ব উজাড় করে দেবে, তা প্রায় নিশ্চিত। তবে ছেড়ে কথা বলার পাত্র নয় কেরালা ব্লাস্টার্সও। ফলে দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা ধরে নেওয়া যায়। সেই আবহে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে আইএসএলে মোট ১৪ বার কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছে এটিকে। পাঁচ বার জিতেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। চার বার জিতেছে কেরালা ব্লাস্টার্স। চলতি আইএসএলে এক বার মুখোমুখি হয়েছে দুই দল। ১-০ গোলে ম্যাচ জিতেছিল কলকাতার ক্লাব।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি গোল

এটিকে মোহনবাগানের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সাতটি গোল করেছেন রয় কৃষ্ণ। দলগত ভাবে ১৩টি গোল করেছে সবুজ-মেরুন। কেরালা ব্লাস্টার্সের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি গোল করেছেন জর্ডন মারে। দলগতভাবে ১৭টি গোল করেছে কিবু ভিকুনার দল।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

মুখোমুখি পরিসংখ্যান ও চলতি আইএসএলের পারফরম্যান্সের বিচারে এটিকে মোহনবাগান যে কেরালা ব্লাস্টার্সের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে, তা অনায়াসে বলে দেওয়া যায়। তবে কিবু ভিকুনার দল যে অঘটন ঘটিয়েই দিতে পারে, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

এটিকে মোহনবাগান : অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রবীর দাস, তিরি, সন্দেশ ঝিঙ্গান, কার্ল ম্যাকহাঘ, শুভাশিস বোস, প্রীতম কোটাল, জ্যাভি হার্নান্ডেজ, প্রণয় হালদার, মনবীর সিং, রয় কৃষ্ণ।

কেরালা ব্লাস্টার্স : আলবিনো গোমস (গোলরক্ষক), সন্দীপ সিং, বাকারে কোনে, কোস্টা এনহামোইনেসু, জেসেল কারনেইরো, সাহাল আব্দুল সামাদ, রোহিত কুমার, ভিনসেন্ট গোমেজ, লালথাথাংগা খাওলহ্রিং, জর্ডন মারে, গ্যারি হুপার।

মমতা-শুভেন্দুর লড়াইয়ের বিধানসভা ভোটে লড়াইয়ে রাজি নন প্রভাবশালী কংগ্রেস বিধায়ক! জল্পনা তুঙ্গেমমতা-শুভেন্দুর লড়াইয়ের বিধানসভা ভোটে লড়াইয়ে রাজি নন প্রভাবশালী কংগ্রেস বিধায়ক! জল্পনা তুঙ্গে

English summary
ISL 2020-21 : Head to head stats and probable XI of ATK Mohun Bagan and Kerala Blasters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X