For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় আইএসএল ডার্বিতেও এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কোচের মস্তিষ্কের লড়াই, জিতবে কে?

দ্বিতীয় আইএসএল ডার্বিতেও এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কোচের মস্তিষ্কের লড়াই, জিতবে কে?

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টা পরেই ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল ডার্বি শুরু হতে চলেছে। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। শেষ হাসি কারা হাসবে, সে তো সময় বলবে। তার আগে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার ও এটিকে মোহনবাগানের মেন্টর আন্টোনিও লোপেজ হাবাসের মধ্যে মস্তিষ্কের যুদ্ধে কে এগিয়ে, দেখে নেওয়া যাক।

দুই দলের কোচের শক্তি

দুই দলের কোচের শক্তি

রবি ফাওলার : আক্রমণাত্মক কোচ। ট্যাকটিক্যালি প্রতিপক্ষ আন্টোনিও লোপেজ হাবাসকে পরাস্ত করে চাইবেন এসসি ইস্টবেঙ্গলের কোচ। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে যেতে পারেন রবি ফাওলারের ছেলেরা।

আন্টোনিও লোপেজ হাবাস : আল্ট্রা ডিফেন্স তাঁর প্রধান শক্তি হলেও এবার আক্রমণাত্মক ঢঙে রণনীতি সাজাচ্ছেন। ম্যাচ রিডিংয়ের অনবদ্য ক্ষমতা আন্টোনিও লোপেজ হাবাসকে প্রতিযোগিতার অন্যান্য কোচের থেকে আলাদা করেছে। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আক্রমণ নির্ভর ফুটবলই খেলতে পারেন হাবাসের ছেলেরা।

কোচেদের দুর্বলতা

কোচেদের দুর্বলতা

রবি ফাওলার : ফুটবলার হিসেবে নাম কামালেও এখনও কোচ হিসেবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি রবি ফাওলার। ফলে আইএসএল ডার্বিতে ব্রিটিশ কোচের অভিজ্ঞতার অভাব এসসি ইস্টবেঙ্গলকে ভোগাতে পারে।

আন্টোনিও লোপেজ হাবাস : আবেগপ্রবণ এটিকে মোহনবাগানের কোচ মেজাজ হারিয়ে একাধিকবার প্রতিপক্ষ দলের কোচ এবং সাপোর্ট স্টাফের সঙ্গে অশান্তিতে জড়িয়েছেন।

কোন ছকে দল সাজাতে পারেন দুই কোচ

কোন ছকে দল সাজাতে পারেন দুই কোচ

রবি ফাওলার : আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৫-৪-১ ছকে দল নামাতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার।

আন্টোনিও লোপেজ হাবাস : এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পছন্দের ৩-৫-২ ছকে দল সাজাতে পারেন আন্টোনিও লোপেজ হাবাস।

দুই কোচের মস্তিকের লড়াই

দুই কোচের মস্তিকের লড়াই

রবি ফাওলার : দল নতুন হলেও দুর্দান্ত ম্যান ম্যানেজমেন্ট দক্ষতা দিয়ে ফুটবলারদের মন জয় করে ফেলেছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। যদিও এখনও পর্যন্ত আইএসএল যাত্রায় ধাক্কা খেতে হয়েছে লাল-হলুদ। তারই প্রেক্ষিতে আজ ফাওলারের ফুটবল মস্তিষ্কের পরীক্ষা বলা চলে।

আন্টোনিও লোপেজ হাবাস : আস্তিনে বিকল্প পরিকল্পনা মজুত রাখেন। প্রয়োজনে যখন-তখন দলের ছক পরিবর্তন করে প্রতিপক্ষের চোখে ধাঁধা ধরাতে পারেন আন্টোনিও লোপেজ হাবাস।

বড় ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া এটিকে মোহনবাগানের মার্সেলিনহোবড় ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া এটিকে মোহনবাগানের মার্সেলিনহো

English summary
ISL 2020-21 : Battle between ATK Mohun Bagan coach Antonio Lopez Habas and SC East Bengal mentor Robbie Fowler
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X