For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮: তিন পয়েন্টে দারুণ খুশি কপেল, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় হবে দলবদল

রবিবার (২ ডিসেম্বরে) চেন্নাইয়ের আইএসএল ২০১৮-১৯ এর ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে জয়ের পর এটিকের কোচ স্টিভ কপেলের কী বললেন, জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

রবিবার (২ ডিসেম্বর), চেন্নাইয়ে আইএসএল ২০১৮-১৯ মরসুমের ম্যাচে চেন্নাইন এফসিকে ৩-২ গোলে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেচে এটিকে। চার নম্বরে থাকা জামশেদপুর এফসির সঙ্গে কলকাতার দলটির পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে পিছিয়ে আছে। সাধারণত রক্ষণের মোড়কে জমাট থাকা এটিকে-কে এই ম্যাচে অনেক বেশি ওপেন ফুটবল খেলতে দেখা গিয়েছে।

ম্যাচের শুরুতেই জয়েশ রানে বক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন এটিকে-কে। এরপর থোই সিং গোল করে সমতা ফেরালেও দুই অর্ধে লাঞ্জারোতের দুটি পেনাল্টি গোলে ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। শেষে সান্ত্বনা গোলের মতোই আরও একটি গোল শোধ করেন ভানমালসাওমা, কিন্তু তাতে এটিকের মরসুমের চতু্র্থ জয় আটকায়নি।

এই জয়ের পর স্বভাবতই ফুরফুরে মেজাজে রয়েছেন এটিকে কোচ স্টিভ কপেল। ম্যাচের পর তিনি কি বললেন দেখে নেওয়া যাক এক নজরে।

এমন ভুল করা যাবে না

এমন ভুল করা যাবে না

এটিকে ৩-১ গোলে এগিয়ে গিয়েও ম্যাচের শেষদিকে একটি গোল খায়। জয়ের মধ্যেও এই ভুলটি ভাবাচ্ছে কপেলকে। তিনি জানিয়েছেন ৩-১'এ এগিয়ে যাওয়ার পর রক্ষণ আরও আঁটোসাঁটো করা উচিত ছিল। তা না করাতেই চেন্নাইন দ্বিতীয় গোল পেয়ে যায়। তাতে অবশ্য শেষের দিকে ম্যাচ জমে গিয়েছিল।

আনন্দদায়ক তিন পয়েন্ট

আনন্দদায়ক তিন পয়েন্ট

শেষ দিকে দ্বিতীয় গোল পাওয়ার পর এটিকে রক্ষণে চাপ বাড়িয়েছিল চেন্নাইন। এটিকের বক্সে একের পর এক ক্রস ভেসে আসছিল জেজেদের উদ্দেশ্যে। কিন্তু সেই সময় চাপের মুখে এটিকের রক্ষণের ফুটবলাররা বেশ কিছু ভাল হেড করেছেন। কপেলের মুখে আলাদা করে উঠে এসেছে আন্দ্রে বাইকির নাম। শেষ পর্যন্ত তিন পয়েন্ট আসে। যাকে কপেল বর্ণনা করেছেন 'আনন্দদায়ক তিন পয়েন্ট' বলে।

শক্তির বাইরে গিয়ে খেলা

শক্তির বাইরে গিয়ে খেলা

পর পর তিন ম্যাচে ক্লিন শিট রাখার পর এই ম্যাচে ২ গোল হজম করেছে এটিকে। সেই সঙ্গে অবশ্য এই ম্যাচে কেটে গিয়েছে এটিকের ২ ম্যাচের গোলের খরা। কপেল জানিয়েছএন, রবিবার এটিকে নিজেদের শক্তির বাইরে গিয়ে খেলাতেই এমনটা ঘটেছে। কপেল জানিয়েছেন এতে বিপদও হতে পারত। তিনি জানিয়েছেন, এদিন একটু বেশিই 'সাহসী মনোভাব' নিয়ে খেলেছেন তাঁরা।

হিতেশ শর্মা

হিতেশ শর্মা

দুজনেই গোল করেছেন, তাই চেন্নাইনের বিরুদ্ধে এটিকের জয়ের পর স্পটলাইটে জয়েশ রান ও লাঞ্জারোতেই রয়েছেন। কিন্তু তাঁদের পাশাপাশি রবিবার সারাক্ষণ উঠে নেমে দুর্দান্ত ফুটবল খেলেন হীতেশ শর্মা। কোচের নজর কিন্তু তা এড়ানি। ম্য়াচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে হীতেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। জানান, 'বক্সের ভিতরে বল পাঠানো কিংবা হক্স থেকে বল বের করে আনা - দুই ক্ষেত্রেই হীতেশ এদিন খুব ভাল খেলেছে। স্কিলের দিক থেকেও ও খুবই টেকনিকাল ছিল।'

দলবদল

দলবদল

সামনেই আসছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। সেই সময়ে দলে কিছু নতুন ফুটবলার নেোয়ার কথা সুনিশ্চিত করেছেন স্টিভ কপেল। মরসুমের শুরুতে এটিকের ২৫ জনের স্কোয়াড সম্পূর্ণ ভর্তি ছিল। তাই নতুন ফুটবলার নেওয়ার জায়গা ছিল না। কিন্তু দলবদলের কথা মাথায় রেখেই ইতিমধ্যেই মালসাওয়ামজুয়ালা ও শেখ ফৈয়াজ ছেড়ে দেওযা হয়েছে। তাঁরা লোনে যথাক্রমে জামশেদপুর এফসি ও মোহনবাগানে গিয়েছেন।

English summary

 Here is what ATK coach Steve Coppell has said after his side's win over Chennaiyin FC in ISL 2018-19 at Chennai on Sunday (2 Dec).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X