For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

East Bengal: আগুন ইস্টবেঙ্গল ক্লাবে! তড়িঘড়ি উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগুন ইস্টবেঙ্গল ক্লাবে! তড়িঘড়ি উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Google Oneindia Bengali News

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। এরই মধ্যে আগুন আতঙ্ক ছড়াল ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবে। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎই আগুন লাগে লাল-হলুদে। আগুনের খবরে চাঞ্চল্য ছড়ায় ক্লাব প্রাঙ্গনে। তবে, বড় কোনও কিছু ক্ষতি হয়নি। ওই সময়ে ক্লাবে উপস্থিত সদস্যরাই উদ্যোগী হয়ে আগুন নেভান। ক্লাবে উপস্থিত মাঝারি কর্তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগীতা করেন স্থানীরাও।

East Bengal: আগুন ইস্টবেঙ্গল ক্লাবে! তড়িঘড়ি উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে

দমকাল আসার আগেই নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও আগুন বড় আকার নেয়নি। জানা যাচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাবের পাশে থাকা ফিডার বক্সে ফ্ল্যাশ হয়েছিল এবং সেখান থেকেই আগুনের আতঙ্ক। দমকলের তরফ থেকে জানানো হয়েছে বড় কিছু ঘটেনি। এই ঘটনার জেরে বড়সড় কোনও ক্ষতি হয়নি ক্লাবের।

মাঠে এবং মাঠের বাইরে এমনিতেই একাটিক সমস্যায় জর্জরিত লাল-হলুদ। আইএসএল-এ খারাপ পারফরম্যান্সের পর ঝুলে রয়েছে আগামী মরসুমে ক্লাবের ভবিষ্যৎ। বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট-এর সঙ্গে জট এখনও কাটেনি। ক্লাবকে স্পোর্টিং রাইট ফিরিয়ে দেওয়ার কথা মৌখিক ভাবে বললেও এখনও সেই বিষয়ে কোনও বড় আপডেট নেই। ট্রান্সফার ব্যানের আওতায় ইতিমধ্যেই পড়ে গিয়েছে লাল-হলুদ। শ্রী সিমেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনও রকম ভাবে এই ফুটবলারদের টাকা তারা মেটাবে না। অপর দিকে, ক্লাবের সাবেক কর্তারা এখনও কোনও মতামত না জানালেও তারা জল মাপছে। ট্রান্সফার উইন্ডো শুরু হতে এখনও সময়ে রয়েছে। তাই ধীরে চলো নীতি নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

English summary
Fire in century old East Bengal. Situation is under control, according to sources no injury reported.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X