For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের প্লে-অফ শুরু মার্চে, ফাইনাল-সহ বিস্তারিত ক্রীড়াসূচি প্রকাশিত

আইএসএলের ২০২২-২৩ মরশুমের প্লে-অফের খেলাগুলি হবে মার্চের ৩ তারিখ থেকে। ফাইনাল ১৮ তারিখ। ৬ দলের সামনেই রয়েছে খেতাব জয়ের সুযোগ।

  • |
Google Oneindia Bengali News

২০২২-২৩ মরশুমের আইএসএলের ফাইনাল হবে ১৮ মার্চ। মার্চ মাসেই শুরু প্লে অফ পর্যায়ের খেলা। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি। লিগ শিল্ড জেতার দৌড়ে অবশ্য অনেকটাই এগিয়ে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি। আজই প্রকাশ করা হয়েছে আইএসএলের প্লে-অফের সূচি।

আইএসএল প্লে-অফ

আইএসএল প্লে-অফ

আইএসএলের প্লে-অফ (ISL Playoffs) শুরু হবে মার্চের ৩ তারিখ। ফাইনাল খেলার জন্য দিন নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ। আইএসএলের সূচি অনুযায়ী লিগ পর্যায়ের শেষে পয়েন্ট তালিকার প্রথম দুটি দল সরাসরি পৌঁছে যাবে সেমিফাইনালে। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে যে দলগুলি থাকবে তাদের সিঙ্গল-লেগ প্লে-অফ হবে। এর মাধ্যমেই নির্ধারিত হবে বাকি দুই সেমিফাইনালিস্ট।

সূচি প্রকাশিত

সূচি প্রকাশিত

নক আউট পর্বে ৩ মার্চ চতুর্থ স্থানাধিকারী দলের মাঠে খেলবে পঞ্চম স্থানাধিকারী দল। ৪ মার্চ দ্বিতীয় নক আউটে তৃতীয় স্থানে থাকা দল নিজেদের মাঠে খেলবে ষষ্ঠ স্থানে থাকা দলের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার ১ নম্বর দল, তারা খেলবে প্রথম নক আউটে জয়ীদের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানাধিকারী দল এবং দ্বিতীয় নক আউট ম্যাচে জয়ী দল। এ ক্ষেত্রে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ নিজেদের মাঠেই খেলার সুযোগ পাবে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা দলগুলি।

ফাইনালের স্থান পরে ঘোষণা

ফাইনালের স্থান পরে ঘোষণা

প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে ৭ মার্চ। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ রাখা হয়েছে মার্চের ৯ তারিখ। প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মার্চ, দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা হবে ১৩ মার্চ। ১৮ মার্চ ফাইনাল কোথায় হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

৬ দলের সামনেই খেতাব জয়ের সুযোগ

৬ দলের সামনেই খেতাব জয়ের সুযোগ

উল্লেখ্য, এই প্রথম আইপিএলের ইতিহাসে ৬টি দলের কাছেই সুযোগ রয়েছে খেতাব দখলে নেওয়ার। মুম্বই সিটি এফসি এই মুহূর্তে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। তিন থেকে ছয় অবধি রয়েছে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স এফসি, এটিকে মোহনবাগান, এফসি গোয়া ও ওডিশা এফসি। মুম্বই সিটি এফসি ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করেছে। হায়দরাবাদ এফসি ১৫ ম্যাচে পেয়েছে ৩৫ পয়েন্ট। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনে কেরালা ব্লাস্টার্স এফসি। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে রয়েছে এটিকে মোহনবাগান। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে এফসি গোয়া। সমসংখ্যক ম্যাচে ২৩ পয়েন্ট রয়েছে ওডিশা এফসির।

English summary
Indian Super League Dates Of The 2022-23 Playoffs And Final Scheduled To Be Played In March. The Playoffs Will Start From March 03 With The Final Being Played On March 18, 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X