For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেভিস কাপে বিধ্বস্ত ডেনমার্ক, বোপান্না-শরণ জুটির দাপটে ভারত পৌঁছে গেল ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে

Google Oneindia Bengali News

ডেভিস কাপে ডেনমার্কের বিরুদ্ধে স্মরণীয় পারফরম্যান্স ভারতীয় টেনিস তারকাদের। দিল্লি জিমখানা ক্লাবে ডেনদের ৪-০ ব্যবধানে চূর্ণ করে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান পর্যায়ে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। আজ ডাবলসে রোহন বোপান্না ও দিভিজ শরণের জুটি জেতার পর নিয়মরক্ষার রিভার্স সিঙ্গলসেও জয় পান রামকুমার রমানাথন।

বোপান্না-শরণ জুটির দাপটে ভারত পৌঁছে গেল ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে

গতকাল সিঙ্গলসে নিজেদের ম্যাচগুলি রামকুমার রমানাথন ও ইউকি ভামব্রি জিতে যাওয়ায় ভারত এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। আজ ডাবলসে ফ্রেডরিক নিয়েলসেন ও মাইকেল টরপেগার্ডের জুটির বিরুদ্ধে প্রথম সেটটি হেরে যায় বোপান্না-শরণ জুটি। যদিও এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তাঁরা। শেষে খেলার ফল ভারতীয় জুটির পক্ষে দাঁড়ায় ৬-৭, ৬-৪, ৭-৬।

বোপান্না-শরণ জুটির দাপটে ভারত পৌঁছে গেল ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে

বোপান্নাদের জয়ের ফলে রিভার্স সিঙ্গলস হয়ে দাঁড়ায় নিয়মরক্ষার। ডেড রাবারে রামকুমার রমানাথন জোহানেস ইংলিডসনের বিরুদ্ধে প্রথম সেটটি হেরে গিয়েছিলেন। তবে পরের দুটি সেট ৭-৫, ১০-৭ ব্যবধানে জিতে নেন। পঞ্চম টাই খেলার প্রয়োজন পড়েনি। ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-এফ ওয়ানে এটিই ভারতের সেরা পারফরম্যান্স, যেখানে ভারতীয় টেনিস খেলোয়াড়রা রইলেন অপরাজেয়।

বোপান্না-শরণ জুটির দাপটে ভারত পৌঁছে গেল ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে

রোহন বোপান্না বলেছেন, প্রথম দিনেই ২-০ ব্যবধানে আমরা এগিয়ে থাকায় ডেনমার্কের উপর ভালোই চাপ ছিল। আমরাও ভালো শুরুই করি, ঠিকঠাক সার্ভও হচ্ছিল। তবে টরপেগার্ডের ভালো রিটার্নে লড়াইয়ে ছিল ডেনরা। ডাবলসে অনেক ছোট সুযোগই বড় আকারে দেখা দেয়। ভালো কিছু রিটার্ন ও ম্যাচ পয়েন্ট বাঁচানোই আমাদের মূল শক্তি। সর্বোপরি দর্শকদের সমর্থনও আমাদের মনোবল বাড়িয়েছে। ভারতের কোচ জিশান আলিও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট। তাঁর কথায়, আমাদের একেকজন খেলোয়াড়ের একেকটি দিক শক্তিশালী। রোহনের সার্ভ ভালো। দিভিজের সার্ভ খুব ভালো না হলেও তাঁরা একসঙ্গে ভালো খেলেন। বড় সার্ভ থেকেই অ্যাডভান্টেজ পাওয়া আমাদের লক্ষ্য ছিল। তৃতীয় সেটের টাইব্রেকারো বোপান্না ও শরণ দুজনেই দারুণ খেলেছেন। রোহনের ব্যাকহ্যান্ড ভলি ছিল সেরা শট।

English summary
India Seal Spot In Davis Cup World Group 1 Stage After Crushing Denmark 4-0 At DGC. India’s Coach Zeeshan Ali Expressed Happiness Over The Team’s Performance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X