For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Women's Asian Cup 2022: পুরো ম্যাচে দাপট রেখেও ইরানের গোলমুখ খুলতে পারল না ভারত

পুরো ম্যাচে দাপট রেখেও ইরানের গোলমুখ খুলতে পারল না ভারত

Google Oneindia Bengali News

ইরানের বিরুদ্ধে ড্র দিয়ে এএফসি মহিলা এশিয়ান কাপে যাত্রা শুরু করল ভারতীয় মহিলা ফুটবল দল। ইরানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করল ভারত। তবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার একাধিক সুযোগ পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু আক্রমণভাগে কল্যাণ, শাশা, রঙ্গনাথনের সহজ সুযোগ নষ্টের খেসারত দিয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।

AFC Womens Asian Cup 2022: পুরো ম্যাচে দাপট রেখেও ইরানের গোলমুখ খুলতে পারল না ভারত

অপেক্ষাকৃত দুর্বল ইরানের বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতীয় মহিলা দল। ডি ওয়াই পটেল স্টেডিয়ামে গোটা ম্যাচে একই রকম দাপট বজায় রেখেছিল ভারতের মেয়েরা। তুলে এনেছিল একের পর এক আক্রমণ। গোটা ম্যাচে ৬৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল ভারতের দখলে। গোল লক্ষ্য করে ২৪টি শট নিলেও অন-টার্গেট ছিল পাঁচটি শট। গোটা ম্যাচে ৪১১টি পাস খেলেছিল ভারত। ইরান মাঝে মধ্যে ঝটিকা আক্রমণ তুলে আনার চেষ্টা করলেও তা বিশেষ কোনও সমস্যা তৈরি করতে পারেনি ভারতের রক্ষণদূর্গে। পক্ষান্তরে বৃহস্পতিবার ইরানের রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনেছিল তরুণ্য নির্ভর ভারতীয় দল। কিন্তু ইরানের দক্ষ ডিফেন্ডিং এবং গোলরক্ষকের একের পর এক অনবদ্য সেভ ভারতকে গোল পাওয়া থেকে প্রতিহত করে।

ম্যাচের প্রথম সুযোগটি ভারত তৈরি করেছিল খেলা শুরু দুই মিনিটের মধ্যে। মিডফিল্ডার নংমাইথেম রত্নাবালা দেবীর শট সহজে বাঁচিয়ে দেন ইরানের গোলরক্ষক। এছাড়াও প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ভারত।

ম্যাচের ৬০ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি পেয়েছিল ভারত। কাথিরিসানের থেকে পাওয়া বল সাইট নেটে মারেন শাশা। ম্যাচের ৭৭ মিনিটে ভারতের নিশ্চিতক গোল বাঁচিয়ে দেন ইরানের গোলরক্ষক। দ্বিতীয় ম্যাচে ২৩ জানুয়ারি প্রথম জয়ের লক্ষ্যে চাইনিজ তাইপের বিরুদ্ধে মাঠে নামবে থমাস ডেননার্বির মেয়েরা। গ্রুপের শেষ ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে চিনের। ২৬ জানুয়ারি খেলা হবে ম্যাচটি।

এ দিন এএফসি মহিলা এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপে'কে ৪-০ গোলে হারিয়েছে চিন। চিনের মহিলা দলের হয়ে দু'টি গোল করেন ওয়াং শুয়াং। ৩ মিনিটে এবং ৬৮ মিনিটে গোল দু'টি করেন তিনি। একটি করে গোল পান ওয়াং শানশান এবং জাং শিং। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে মাঠে নামবে চিনের মহিলা দল।

English summary
India started the AFC Women’s Asian Cup campaign with a draw against IR Iran. India thoroughly dominated the match with 67% ball control. Though India controlled the match, they failed to find the winning goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X