For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগ: ডার্বির আগে জয়ের ছন্দে ফিরে পয়েন্ট টেবিলে এক লাফে অনেকটা উপরে উঠল ইস্টবেঙ্গল

আই লিগ: ডার্বির আগে জয়ের ছন্দে ফিরে পয়েন্ট টেবিলে এক লাফে অনেকটা উপরে উঠল ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে নির্ধারিত ৯০ মিনিট গোলের দেখা না পেলেও শেষ মুহূর্তে পোনাল্টি থেকে গোল ইস্টবেঙ্গলের। অ্যাওয়ে ম্যাচ থেকে ইস্টবেঙ্গলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন ভিক্টর পেরেজ।

পয়েন্ট টেবিলে কত নম্বরে ইস্টবেঙ্গল

এই নিয়ে দুই ম্যাচ ড্রয়ের পর ফের জয়ের ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে অনেকটাই উপরে উঠে এল কোলাডোরা। ম্যাচ জয়ের পর ১৬ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় সেকেন্ড বয় ইস্টবেঙ্গল।

কাশ্মীরকে দশ জনে পেয়েও নির্ধারিত সময়ে গোল নেই

ম্যাচ জিতলেও দলের পারফর্ম্যন্স নিয়ে প্রশ্ন উঠছেই। ম্যাচের প্রথমার্ধের ৩৮ মিনিটে রিয়াল কাশ্মীরের হয়ে দানিশ ফারুক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ঘরের মাঠে কাশ্মীর ১০ জনে পরিণত হয়। এরপর ও নির্ধারিত সময়ে কাশ্মীরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল গোল পায়নি। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে পোনাল্টিতে তেকাঠি কাঁপিয়ে লাল-হলুদ ব্রিগেড ৩পয়েন্ট সংগ্রহ করল। ম্যাচের শেষ মুহূর্তে ৯৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে এডমুন্ড লালরিনডিকা লাল কার্ড দেখেন। এর আগে গোকুলামকে ৯ জনে পেলেও শেষ ম্যাচে ইস্টবেঙ্গল জয় পেতে পারেনি। ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়।

কী সুবিধে হল মোহনবাগানের

কী সুবিধে হল মোহনবাগানের

অন্যদিকে ইস্টবেঙ্গলের এই ম্যাচ জয়ের ফলে মোহনবাগানের সুবিধে হল। ঘরের মাঠে কাশ্মীর ম্যাচ হারায় ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ২২। শেষ পাঁচ ম্যাচ জিতলে তারা ৩৭ পয়েন্টে পৌঁছতে পারে। অন্যদিকে মিনার্ভা শেষ পাঁচ ম্যাচ জিতলে ২৩+১৫ অর্থাৎ ৩৮ পয়েন্টে পৌঁছবে। ইস্টবেঙ্গল শেষ চার ম্যাচ জিতলে ২৩+১২ অর্থাৎ ৩৫ পয়েন্ট পৌঁছবে।মোহনবাগান এই মুহূর্তে ৩৬ পয়েন্টে দাঁড়িয়ে। ১০ তারিখ ঘরের মাঠে আইজলকে হারালেই সেক্ষেত্রে ৩৯ পয়েন্টে পৌঁছে আই লিগ চ্যাম্পিয়ন হবে মোহনবাগান।

এক লাফে উপরে উঠল ইস্টবেঙ্গল

এক লাফে উপরে উঠল ইস্টবেঙ্গল

উল্লেখ্য এই ম্যাচ জয়ের আগে ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় ৭ নম্বরে ছিল। সেখান থেকে কাশ্মীর ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল দল।

English summary
I League: East Bengal Beat Real Kashmir by 1-0, before derby match agaisnt mohunbagan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X