For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই-লিগ ২০১৮-১৯: কলকাতার মাঠে খেলতে নামছে কাশ্মীরের দল! জিতলেই লিগ শীর্ষে লাল-হলুদ

ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর এফসি, আইলিগ ২০১৮-১৯ ম্যাচের প্রিভিউ।
 

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার (২৮ ডিসেম্বর), কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আই লিগ ২০১৭-১৮ মরসুমের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার বড় ক্লাব ইস্টবেঙ্গল ও এবারই প্রথম আই লিগ খেলতে আসা রিয়াল কাশ্মীর এফসি। গত ৩ ম্য়াচে পর পর জয়ে লাল-হলুদকে দারুণভাবে আইলিগ জেতার লড়াইতে ফিরিয়ে এনেছে। ৮ ম্যাচে তাদের সংগ্রহ আপাতত ১৫ পয়েন্ট। লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসি এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট আগে আছে। অর্থাত এই ম্য়াচে জিতলেই তাদের ধরে ফেলবে মেনেন্দেজের দল।

অপরদিকে আবারই প্রথম আই লিগে খেললেও লিগ জেতার দৌড়ে আছে কাশ্মীরের দলটিও। ঘরের মাঠে বেশ ভালভাবে লিগ যাত্রা শুরু করার পর এবার কাশ্মীরের দলটি সারা ভারত জুড়ে ম্য়াচ খেলতে বেরিয়েছে। গত পাঁচ ম্যাচ তারা অপরাজিত। ইস্টবেঙ্গলের থেকে একটি ম্যাচ বেশি খেলে তারা ১ পয়েন্টে এগিয়ে আছে। অর্থাত শুক্রবার জিতলে তারাও লিগ টেবিলের শীর্ষে উঠে যাবে।

নীতিশ-কেজরি

নীতিশ-কেজরি

আজ পাটনায় এক মঞ্চে দেখা যাহে দিল্লি ও বিহারের মুখ্যমন্ত্রী যথাক্রমে অরবিন্দ কেজরিওয়াল ও নীতিশ কুমারকে।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

পর পর তিন ম্য়াচে হারের পর কলকাতা ডার্বিসহ লাগাতার জিতে ফের লিগটেবিলের উপরের দিকে উঠে এসেছে ইস্টবেঙ্গল। এক ম্যাচ করে বেশি খেললেও নেরোকা ও মোহনবাগানও লাল-হলুদের মতোই ১৫ পয়েন্টেই রয়েছে। কাজেই এই পরিস্থিতিতে যে করেই হোক মেনেন্দেজ জিততে চাইবেন এটাই স্বাভাবিক।

এস্কেদার চোট এখনও সাড়েনি। তবে লাল হলুদ কোচকে চিন্তামুক্ত করেছএন নবাগত হাইমে কোলাদো। দ্বিতীয় ম্য়াচেই গোল পেয়ে গিয়েছেন তিনি। ফলে হাইমে, রালতে, ব্র্যান্ডন ও দবি জাস্টিনের সমন্বয়ে ইস্টবেঙ্গলের গোল পাওয়ার চিন্তা দূর হয়েছে। আর রক্ষণে ভরসা দিচ্ছে জনি অ্যাকোস্টা ও বোরহা গোমেজের অভিজ্ঞতা। একমাত্র কার্ড সমস্যায় খেলতে পারবেন না বালি গগনদীপ।

বিক্ষোভে কেজরিওয়াল

বিক্ষোভে কেজরিওয়াল

পাটনা বিমানবন্দরে অরবিন্দ কেজরিওয়ালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি তারা আন্না হাজারে সমর্থক।

রিয়াল কাশ্মীর দলের খবর

রিয়াল কাশ্মীর দলের খবর

লিগের শুরুর দিকে ভাল খেললেও গোল করার সমস্যায় ভুগছিল কাশ্মীরের দলটি। ব্রিটিশ কোচ ডেভ রবার্টসন-কে নিশ্চিন্ত করেছেন আবেদনেগো তেত্তেহ। দলে যোগ দিয়েই এই ঘানাইয়ান স্ট্রাইকার গত ৪ ম্য়াচে ৩টি গোল করেছেন। গত সপ্তাহের চেন্নাই সিটি ম্য়াচেও একমাত্র গোলটি এসেছিল তাঁরই পা থেকে।

তবে রিয়াল কাশ্মীরের প্রধান খেলোয়াড় মেসন রবার্সন ফুড পয়জনিং-এ ভুগছেন। শুক্রবার তাঁর খেলা নিয়ে সন্দেহ রয়েছে। ইস্টবেঙ্গলকে নজর রাখতে হবে আর্মান্দ বাজি, নোহেরে ক্রিজোদের উপর। তাদের পাশে কিন্তু বেশ মানানসই সুরচন্দ্র সিং, দানিশ ফারুকদের মতো ভারতীয় ফুটবলাররাও।

সদ্যোজাতকে খুঁটে খেল ইঁদুর

সদ্যোজাতকে খুঁটে খেল ইঁদুর

গুন্টুরের সরকারি হাসপাতালে সদ্যজাতকে মেরে ফেলল ইঁদুর। হাসপাতালের আরএমও সহ ২ আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃত শিশুর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

এই বছরই আই লিগের দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠে এসেছে রিয়াল কাশ্মীর। এই প্রথম তারা ভারতীয় ফুটবলের বড় ক্লাব ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে। এছাড়া এই প্রথম কলকাতার মাঠেও খেলবে কাশ্মীরের প্রথম আই লিগ দল।

ইস্টবেঙ্গল - জয়, জয়, জয়, হার, হার,
রিয়াল কাশ্মীর এফসি - জয়, ড্র, জয়, জয়, জয়,

জাঙ্ক ফুডে না

জাঙ্ক ফুডে না

স্কুল-কলেজের ক্যাফেটেরিয়ায় জাঙ্কফুড নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে লিখিতভাবে জানালেন।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল (৪-৪-১-১): রক্ষিত দাগার (গোলরক্ষক), লালরাম চুলোভা, জনি অ্যাকোস্টা, বোরহা গোমেজ পেরেজ, মনোজ মহম্মদ, লালদানমাওয়িয়া রালতে, কাশিম আইদারা, লালরিনডিকা রালতে, ব্র্যান্ডন ভানলালারেমডিকা, হাইমে কোলাদো, জবি জাস্টিন

তারকা - জবি জাস্টিন, বোরহা গোমেজ, হাইমে কোলাদো

রিয়াল কাশ্মীর এফসি (৪-২-৩-১): বিলাল খান (গোলরক্ষক), রাভানন, মহম্মদ হামাদ, মেসন রবার্টসন, লাভডে ওকেচুকু, বাজি আর্মান্দ, ফারহান গানি, সুরচন্দ্র সিং, আবেদনেগো তেত্তে, দানিশ ফারুক, ক্রিজো


তারকা - ক্রিজো, দানিশ ফারুক, মেসন রবার্টসন

গুজরাত হিংসা

গুজরাত হিংসা

গুজরাত হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৮। অতিরিক্ত সেনা নামানো হয়েছে, সুরাত, রাজকোট, মেহসানা এলাকায়। আহমেদাবাদের স্কুল-কলেজ এখনও বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কখন কোথায় দেখবেন?

কখন কোথায় দেখবেন?

ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর এফসি
তারিখ- শুক্রবার, ২৮ ডিসেম্বর
সময় - বিকাল ৫টা
সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ৩
লাইভ স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি

পিটারকে জেরা

পিটারকে জেরা

গতকাল রাতেই শিনা বোরা হত্যাকাণ্ডে পিটার মুখার্জীর ছেলে রাহুল মুখার্জীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজ সম্ভবত পিটার মুখার্জীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আজ ইন্দ্রাণী মুখার্জীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে আলিপুর আদালতে পেশ করা হতে পারে।

ইন্দ্রাণীর ছেলের ক্ষোভ

ইন্দ্রাণীর ছেলের ক্ষোভ

ইন্দ্রাণী মুখার্জীর ছেলে মিখেইল বোরা জানিয়েছেন, কেন ইন্দ্রাণী শিনাকে খুন করেছেন তা তিনি জানেন, ইন্দ্রাণী পুলিশের কাছে স্বীকার না করলে তিনি সব জানিয়ে দেবেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, পুলিশ যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে তাদেরকে তার বাড়ি যেতে হবে, কারণ অসুস্থ দাদু-দিদাকে ছেড়ে সে এক মুহূর্তের জন্যও বেরতে পারে না। তাকে যদি একান্তই বেরতে হয় তাহলে পুলিশ বা সরকার যেন সবসময়ের একজন নার্সকে দাদু-দিদার কাজে নিযুক্ত করেন।

রণক্ষেত্র কলকাতা ও হাওড়া

রণক্ষেত্র কলকাতা ও হাওড়া

বামেদের কৃষকসভার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার রানি রাসমণি রোড ও হাওড়ার ডাফরিন রোড। পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুঁড়তে থাকে বামসমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্য়াস ছোঁড়ে পুলিশ। ইঁটের ঘায়ে আহত হয়েছেন বিমান বসু।

স্মার্ট সিটি নয়

স্মার্ট সিটি নয়

কেন্দ্রের তৈরি স্মার্ট সিটির তালিকায় জায়গা পেল না কলকাতা, বেঙ্গালুরু, পাটনা। স্মার্ট সিটির তালিকায় থাকা অধিকাংশ শহর বা এলাকাই উত্তরপ্রদেশ থেকে, এছাড়াও রয়েছে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। যে ৯৮টি জাগয়ার নাম কেন্দ্রের তরফে আজ প্রকাশ করা হয়েছে, সেই এলাকাগুলি স্মার্টি সিটি হিসাবে গড়ে তোলা হবে।

মুম্বই পুলিশের ট্রানজিট রিম্যান্ডে সঞ্জীব খান্না

মুম্বই পুলিশের ট্রানজিট রিম্যান্ডে সঞ্জীব খান্না

শিনা বোরা হত্যা মামলায় গ্রেফতার ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে মুম্বই নিয়ে যেতে পুলিশকে ৫ দিনের ট্রানজিট রিম্যান্ড মঞ্জুর করল আদালত।

নির্ভয়া কাণ্ডের আসামী ডাকাতি মামলায় সাজা পেল

নির্ভয়া কাণ্ডের আসামী ডাকাতি মামলায় সাজা পেল

দিল্লির নির্ভয়া কাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে একজন এদিন ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হল।

কাশ্মীরে ধৃত জঙ্গি

কাশ্মীরে ধৃত জঙ্গি

উত্তর কাশ্মীরের পাঞ্জলায় ফের জওয়ানদের হাতে ধরা পড়ল সীমান্ত পেরিয়ে এদেশে আসা এক পাক জঙ্গি। ধৃতের নাম সজ্জদ আহমেদ (২২)।

English summary
Preview of the I-League 2018-19 match between East Bengal and Real Kashmir FC. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X