For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিকে ও মোহনবাগান একত্রে কী করতে পারে, আভাস আইএসএল কর্ত্রীর

এটিকে ও মোহনবাগান একত্রে কী করতে পারে, আভাস আইএসএল কর্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হওয়ার পর এটিকে-মোহনবাগানের সাফল্য কামনা করার পাশাপাশি জানালেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন আইএসএলের পরিচালক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি। এই নতুন দল আন্তর্জাতিক আঙিনায় দেশকে সাফল্য এনে দেবে বলেও বিশ্বাস করে আইএসএল কর্ত্রী।

কী বললেন নীতা আম্বানি

ভারতীয় ফুটবলের দুই পাওয়ার হাউসের সংযুক্তিকরণে তিনি খুশি বলে জানিয়েছেন আইএসএলের পরিচালক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি। ভারতের অন্যতম প্রবীণ ও ঐতিহ্যমণ্ডিত ক্লাব মোহনবাগানকে আইএসএলে স্বাগত জানিয়েছেন আম্বানি। একই সঙ্গে তাদের সাদরে গ্রহণ করার জন্য সঞ্জীব গোয়েঙ্কা শিবিরকেও অভিনন্দন জানিয়েছেন আইএসএল কর্ত্রী।

আন্তর্জাতিক স্তরে সাফল্য

আন্তর্জাতিক স্তরে সাফল্য

গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। অন্যদিকে আই লিগ খেতাব ঘরে তুলেছে মোহনবাগান। দুই ক্লাবের সংযুক্তিকরণে ভারতীয় ফুটবলে নতুন অধ্যায় রচনা হবে বলে মনে করেন আইএসএলের পরিচালক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি। এরপর আন্তর্জাতিক স্তরে ভারতের সাফল্যের সম্ভাবনা আরও বেড়ে গেল মনে করেন আম্বানি।

এএফসি কাপ খেলবে এটিকে-মোহনবাগান

এএফসি কাপ খেলবে এটিকে-মোহনবাগান

আইএসএল ও আই লিগ জয়ী এটিকে ও মোহনবাগান সংযুক্ত হওয়ায় তারা এএফসি কাপ খেলার সুযোগ পেয়েছে। সেই টুর্নামেন্টে এটিকে-মোহনবাগান ভালো কিছু করবে বলেই বিশ্বাস করেন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি।

নতুন ক্লাবের নাম-জার্সি-প্রতীক

শুক্রবার হওয়া এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে ঠিক হয় নতুন ক্লাবের জার্সির রং রাখা হবে ঐতিহ্যমণ্ডিত সবুজ-মেরুণই। সর্বসম্মতিক্রমে সেই সিদ্ধান্ত বোর্ড মেম্বাররা মেনেও নেন।
মোহনবাগানের ঐতিহ্যমণ্ডিত পাল তোলা নৌকা প্রতীককেই সম্মান জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায়, উৎসব পারেখরা। কেবল সেই প্রতীকে এটিকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। মোহনবাগানের ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন শিল্পপতি তথা এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। খুব স্বাভাবিক ভাবেই সংযুক্ত দলের প্রথমেই থাকছে এটিকের নাম।

English summary
FSDL chairperson Nita Ambani wishes ATK-Mohun Bagan for their new journey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X