For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL 2021-22: আইএসএলের ক্রীড়াসূচি প্রকাশিত, 'দেশের প্রিমিয়ার' কলকাতা ডার্বি কবে জানুন

  • |
Google Oneindia Bengali News

আইএসএলের প্রথম ১১ রাউন্ডের ক্রীড়াসূচি প্রকাশ করল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। বাকি রাউন্ডগুলির ক্রীড়াসূচি ডিসেম্বরে প্রকাশ করা হবে। এবারও গোয়াতেই হবে গোটা আইপিএল। ১১৫টি ম্যাচ থাকছে। আইএসএল শুরু হচ্ছে ২১ নভেম্বর। প্রথমার্ধের খেলাগুলি চলবে ৯ জানুয়ারি অবধি।

আইএসএলের ক্রীড়াসূচি প্রকাশিত, প্রথম ডার্বি ২৭ নভেম্বর

এবারের আইএসএলে শনিবার থাকছে ডাবল হেডার। সেই ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৯টায়। সপ্তাহের বাকি দিনগুলির ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টাতেই। আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। এসসি ইস্টবেঙ্গল ২১ নভেম্বর জামশেদপুর এফসি ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ২৭ নভেম্বর হবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের মধ্যে হাইভোল্টেজ কলকাতা ডার্বি। যেটিকে দেশের প্রিমিয়ার ডার্বি বলে আইএসএলের তরফে আখ্যায়িত করা হয়েছে।

গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি ২০২১-২২ মরশুমের আইএসএল অভিযান শুরু করবে এফসি গোয়া ম্যাচ দিয়ে। সেই ম্যাচটি হবে নভেম্বরের ২২ তারিখ। আইএসএলের দ্বিতীয় ম্যাচে ২০ নভেম্বর বেঙ্গালুরু এফসির সামনে নর্থ ইস্ট ইউনাইটেড। ২৩ নভেম্বর হায়দরাবাদ এফসি খেলবে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে। ২৪ নভেম্বর ওডিশা এফসি অভিযান শুরু করবে বেঙ্গালুরু এফসি ম্যাচ দিয়ে। প্রথম ডাবল হেডার অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। তিলক ময়দানে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লাল হলুদ বনাম সবুজ মেরুনের লড়াইয়ের পর রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি। শনিবারের বাকি ডাবল হেডারগুলি রয়েছে যথাক্রমে ডিসেম্বরের ৪, ১১, ১৮ তারিখ। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে কোনও ম্যাচ নেই। তার পরের শনিবার নতুন বছরের প্রথম দিন বলে সেদিনও আইএসএলের কোনও ম্যাচ নেই। ফের ৮ জানুয়ারি রয়েছে ডাবল হেডার।

ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, ব্যাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়াম ও তিলক ময়দানে হবে আইএসএলের খেলাগুলি। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও এবারও আইএসএলে ক্লোজড ডোরেই হওয়ার সম্ভাবনা বেশি। ২০১৪ সালে প্রথম আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল আতলেতিকো দে কলকাতা, ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে। ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় চেন্নাইন এফসি, এফসি গোয়াকে ৩-২ গোলে হারিয়ে। ২০১৭ সালে এটিকে ফের আইএসএল খেতাব জেতে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকার পর টাইব্রেকারে জয় এসেছিল ৪-৩ গোলে। ২০১৭-১৮ মরশুমে চেন্নাইন এফসি দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলে, ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ৩-২ গোলে হারিয়ে। ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি আইএসএল চ্যাম্পিয়ন হয়, এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে। ২০১৯-২০ মরশুমে এটিকে চ্যাম্পিয়ন হয় চেন্নাইন এফসিকে ৩-১ গোলে পরাজিত করে। গত মরশুমে এটিকে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় মুম্বই সিটি এফসি।

English summary
FSDL Announced The ISL 2021-22 Fixtures Of 11 Rounds. SCEB Will Face ATKMB On November 27.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X