For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০১৮: বয়স ভাড়ানো থেকে মেসিকে ছাড়ানো - ভারতীয় ফুটবলের সেরা ১০টি সাড়া জাগানো খবর

এক নজরে ফিরে দেখা ২০১৮ সালের ভারতীয় ফুটবলের দশটি সাড়া জাগানো খবর। 

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলের জন্য ২০১৮ সালটা ছিল বেশ ঘটনাবহুল একটা বছর। ২০১৭ সালে ভারতে প্রথমবার অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর বসেছিল। সিনিয়র দল এএফসি এশিয়ান কাপ ২০১৯-এ খেলার যোগ্যতা অর্জন করেছিল। ২১ বছর পর ফিরেছিল ফিফা ক্রমতালিকার প্রথম ১০০ জনের মধ্য়ে। তাছাড়া স্টিভেন কনস্টানটাইনের দল পর পর ১৩টি ম্য়াচে অপরাজেয় ছিল।

২০১৮ সালটা তার আগের বছরের মতো মসৃণ ছিল না ভারতীয় ফুটবলের জন্য। বলা যেতে পারে বছরটা ভারতীয় ফুটবলের জন্য ভাল-মন্দয় মিশিয়ে গিয়েছে। তবে ঘটনা বা সংবাদের কমতি ছিল না। আইএসএল-এর মতো বড় মাপের টুর্নামেন্টেও এই বছর বয়স ভাঁড়িয়ে খেলার কালো ছায়া পড়েছে। আবার বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে গোল করার সংখ্যায় মেসিকেও ছাপিয়ে যাওয়ার বিরল সমামন এসেছে ভারীয় ফুটবলে।

এশিয়ান গেমস ২০১৮-এয় নেই ফুটবল দল

এশিয়ান গেমস ২০১৮-এয় নেই ফুটবল দল

একটি খারাপ খবর দিয়েই তালিকা শুরু হচ্ছে। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় এশিয়ান গেমস ২০১৮-তে পাঠানো হবে না ভারতীয় ফুটবল দলকে। তাদের যুক্তি ছিল, ভারত যেহেতু এশিয়ার সেরা আট ফুটবল খেলিয়ে দেশের মধ্যে পড়ে না, তাই গেমসে ফুটবল দল পাঠানো মানে শুধু অর্থ ব্যয়। ফলে এশিয়ার প্রথম সারির দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ হারায় ব্লু টাইগাররা।

আই লিগে প্রথম কাশ্মীরের একটি দল

আই লিগে প্রথম কাশ্মীরের একটি দল

আইএসএ-এ ১০টি নির্দিষ্ট শহরের বাইরে থেকে দল আসার সম্ভাবনা নেই। কিন্তু আইলিগে তা রয়েছে। দ্বিতীয় ডিভিশনে জিতলে এবং আইলিগের উপযোগী স্টেডিয়াম হাতে থাকলেই ভারতের যে কোনও প্রান্তের দল আইলিগে খেলতে পারে। এই বছর ৩০ মার্চ হিন্দুস্তান এফসিকে ৩-২ গোলে হারিয়ে সেটাই করে দেখায় রিয়াল কাশ্মীর। আর তার জন্যই এইবার প্রথম আইলিগে একটি কাশ্মীরের দল খেলছে। আর কাশ্মীর উপত্যকাতেও ফুটবল নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে।

বয়স ভাড়ানো - গৌরব মুখি বিতর্ক

বয়স ভাড়ানো - গৌরব মুখি বিতর্ক

ভারতের বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে বয়স ভাঁড়ানোর সমস্যা অনেকদিনের। কিন্তু এই বছর আইএসএল-এর মতো এলিট টুর্নামেন্টেও তার কালো ছায়া পড়েছে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জামশেদপুরের হয়ে সমতা ফেরানো গোল করেছিলেন গৌরব মুখি। তাঁকে আইএসএল-এর সবচেয়ে কমবয়সী গোলদাতা হিসেবে জানানো হয়। এরপরই তাঁর বয়স নিয়ে সন্দেহ দেখা দেয়। তদন্তে প্রকাশ পায় তিনি বয়স ভাঁড়িয়ে খেলছেন। এরপর তাঁকে ৬ মাসের জন্য সাসপেন্ড করেছে এআইএফএফ।

মহিলা দলের যোগ্যতা অর্জন

মহিলা দলের যোগ্যতা অর্জন

প্রথমবারের জন্য অলিম্পিক যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে ভারতীয় মহিলা ফুটবল দল। নেপালের বিরুদ্ধে ১-১ ড্র দিয়ে অভিযান শুরু করলেও পরের ম্যাচেই বাংলাদেশকে ৭-১ গোলে হারায় ভারত। তবে শেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে ১-২ গোলে হেরে ৪ পয়েন্ট নিয়ে রানার আপ হিসেবে পরের রাউন্ডে পা রেখেছে মায়মল রকির মেয়েরা। ২০১৯-এর এপ্রিল মাসে শুরু হবে পরের রাউন্ড। সেখানে প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারলেই অলিম্পিক খেলার ছাড়পত্র মিলবে।

সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৮-তে হার

সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৮-তে হার

আফগানিস্তান না থাকায় সাফ কাপে ভারতই একমাত্র দেশ ছিল, যারা ফিফা ক্রমতালিকায় ১০০-এর মধ্যে রয়েছে। কিন্তু তাও বাংলাদেশে সপ্তম সাফ কাপ ট্রফি তুলতে পারেনি ভারত। অনুর্ধ্ব-২৩ দল নিয়ে গিয়েছিলেন কনস্টানটাইন। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালদ্বীপকে হারানোর পর পাকিস্তানকেও ৩-১ গোলে হারিয়েছিল ভারত। কিন্তু ফাইনালে সেই মালদ্বীপের কাছেই ২-১ গোলে পরাজিত হতে হয়।

অনুর্ধ্ব-২০ দলের জয় আর্জেন্টিনার বিরুদ্ধে

অনুর্ধ্ব-২০ দলের জয় আর্জেন্টিনার বিরুদ্ধে

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মসিয়া ও মরিটেনিয়ার অনুর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে হেরেছিল ভারতের অনুর্ধ্ব-২০ দল। আর ভেনেজুয়েলার অনুর্ধ্ব-২০ দলকে ০-০ গোলে আটকে রাখতে পেরেছিল ফ্লয়েড পিন্টোর দল। কাজেই আর্জেন্টিনার অনুর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ভারতের জেতার আশা কেউই করেননি। কিন্তু ম্যাচের ৪ মিনিটের মাথাতেই মেতেই-এর কর্নারকে কাজে লাগিয়ে প্রথম গোল করেন দীপক তাঙরি। ৫৪ মিনিটে অনিকেত যাদব লালকার্ড দেখায় ভারত ১০ জনে নেমে যায়। কিন্তু মাথা ঠান্ডা রেখে প্রতি আক্রমণে ৬৮তম মিনিটে আনোয়ার আলির দুরন্ত ফ্রিকিক থেকে আরও একটি গোল করে ম্যাচটি ২-০ গোলে জেতে ভারের অনুর্ধ্ব-২০ দল।

আই-লিগ সম্প্রচার বন্ধ

আই-লিগ সম্প্রচার বন্ধ

আই লিগ ২০১৮-১৯ মরসুমে ২০১৮ সালের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করলেও সেই সম্প্রচারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সবচেয়ে নিরাশা জনক হল সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে আই লিগের সরকারি সম্প্রচারকরা জানিয়েছে বাকি ৬০টি ম্যাচের মধ্যে মাত্র ৩০টি তারা সরাসরি সম্প্রচার করবে। এতে জোর ধাক্কা খেয়েছে ভারতীয় ফুটবলের প্রসার।

ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০১৮ জয়

ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০১৮ জয়

এই বছর ভারতের জাতীয় ফুটবল দলের জেতা একমাত্র ট্রফি হল ইন্টারকন্টিনেন্টাল কাপ। ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে ম্য়াচের ৮ মিনিটেই অনিরুধ থাপার ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে গিয়েছিলেন সুনীল ছেত্রী। ২৯ মিনিটের মাথায় আবার তাঁর বাঁ-পা থেকেই আসে জয়ের গোল।

বিদেশের মাটিতে ৩টি গুরুত্বপূর্ন ফিফা ফ্রেন্ডলি

বিদেশের মাটিতে ৩টি গুরুত্বপূর্ন ফিফা ফ্রেন্ডলি

২০১৮ সালে প্রথমবার চিনের মাটিতে চিন, জর্ডনের মাটিতে জর্ডনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভারত। এছাড়া তৃতীয় ফ্রেন্ডলি ম্যাচটি হয়েছে আবু ধাবিতে ওমানের বিরুদ্ধে। চিনের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে ভারত চিনকে ০-০ ফলে আটকে গিয়েছিল। কিন্তু পরের ম্য়াচে জর্ডনের ২-১ গোলে হারতে হয়। এক্ষেত্রে অবশ্য মধ্যপ্রাচ্যের ঝড় বৃষ্টিতে দলের অর্ধেক খেলোয়াড় সময়ে পৌঁছতেই পারেননি। ওমানের বিরুদ্ধে 'ক্লোজডোর' ম্য়াচের ফলও হয় ০-০। এশিয়ান কাপ ২০১৯-এর প্রস্তুতি হিসেবেই এই ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলেছে ভারতের জাতীয় ফুটবল দল।

মেসিকে ছাড়িয়ে গেলেন সুনীল ছেত্রি

মেসিকে ছাড়িয়ে গেলেন সুনীল ছেত্রি

এখনও নিয়মিত গোল করে চলেছেন ভারতের বর্তমান জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সুনীল ছেত্রি। ২০১৯ সালের কন্টিনেন্টাল কাপের ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে ২ গোল করে, কিছু দিনের জন্য বর্তমান খেলোয়াড় হিসেবে, জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে লিওনেল মেসিকে টপকে গিয়েছিলেন সুনীল। বিশ্বকাপের পর তিনি ও মেসি দুজনেই জাতীয় দরলের হয়ে ৬৫ গোলে রয়েছেন। সামনে আছেন একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি পর্তুগালের হয়ে করেছেন ৮৫ গোল।

English summary
Let's take a look at the Top ten Indian football news of the year 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X