
FIFA World Cup 2022: নেদারল্যান্ডস শিবিরে ফ্লু হানা! ইউএসএ-র বিরুদ্ধে কি ডাচদের ভাঙাচোরা দল?
ফিফা বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে কাল নেদারল্যান্ডসের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র। খেলাটি শুরু ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে বেশ অস্বস্তিতে নেদারল্যান্ডস। দলের সিংহভাগ ফুটবলার ভুগছেন ফ্লু-র উপসর্গে। ফলে পূর্ণশক্তির দল নামানো যাবে কিনা তা নিয়ে থাকছে সংশয়।

নেদারল্যান্ডস শিবিরে ফ্লু হানা
আজ নেদারল্যান্ডসের ২৬ জন ফুটবলারই অনুশীলনে নেমেছিলেন। তবে হাল্কা প্র্যাকটিস করিয়েই ছেড়ে দেন নেদারল্যান্ডস ম্যানেজার লুই ফন গাল। নক আউট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে তাঁর একটাই চিন্তা সংক্রমণ যাতে আর বেশি ছড়িয়ে না পড়ে। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা ডাচ হেড কোচকে জিজ্ঞাসা করেছিলেন, ইউএসএ ম্যাচে কি দল নামানোর মতো পরিস্থিতি রয়েছে? কতজন ফুটবলার অসুস্থ বোধ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি ফন গাল। তিনি বলেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না। তবে দলের বাকিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়লে সেটা উদ্বেগের হবে। এখনও প্রত্যেকেই খেলার জন্য ফিট বলে দাবি তাঁর।

ব্যাহত অনুশীলন
নেদারল্যান্ডসের স্বাভাবিক অনুশীলন এদিন ব্যাহত হয়েছে। দুই দলে ১১ জন ভাগ হয়ে যেভাবে দল অনুশীলন করে এদিন সেটা হয়নি। কয়েকজন ফুটবলারকে বিশ্রামও দেওয়া হয়েছে। নিয়মিত তিনি ফুটবলারদের শারীরিক বিষয়ের আপডেট পাচ্ছেন বলেও দাবি ফন গালের। তবে ফ্লু-র উপসর্গ চলতি বিশ্বকাপে যে নেদারল্যান্ডস দলেই দেখা যাচ্ছে তা নয়। ব্রাজিল দলেও হানা দিয়েছে। এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থার দিকে আঙুল তুলেছে ব্রাজিল শিবির। চোটের কারণে বাইরে থাকা নেইমারেরও জ্বর এসেছে বলে ব্রাজিল দলের তরফেই জানানো হয়েছিল।
|
ছন্দে ডাচরা
তারকা মিডফিল্ডার ফ্রেঙ্কি দে জং-সহ অনেকেই জ্বর বা ফ্লু-র উপসর্গে ভুগছেন। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডস অপরাজেয় থেকেই শেষ ষোলোয় গিয়েছে। গ্রুপ এ-র প্রথম ম্যাচে হারিয়েছিল সেনেগালকে। দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র। এরপর কাতারকে ২-০ গোলে হারিয়েছে ফন গালের প্রশিক্ষণাধীন দল। অন্যদিকে, ২০০২ সালের পর ফের বিশ্বকাপের শেষ আটে ওঠার হাতছানি রয়েছে ইউএসএ-র সামনে।
|
ইউএসএ-র হয়ে অনিশ্চিত পুলিসিক
বিশেষজ্ঞরা মনে করছেন, নির্ধারিত নব্বই মিনিটেই জয় নিশ্চিত করবে ডাচরা। ফেভারিট হিসেবেই কমলা ব্রিগেড নামবে। যদিও সবটাই নির্ভর করবে ফুটবলারদের শারীরিক অবস্থার উপরেই। ইউরো থেকে বিদায়ের পর আর হারেনি ডাচরা। জিতেছে ১৩টি ম্যাচে, ড্র করে সন্তুষ্ট থেকেছে পাঁচটি ম্যাচে। ইউএসএ এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েলসের বিরুদ্ধে ড্র করার পর ইরানকে হারিয়ে নক আউটে পৌঁছেছে। ইউএসএ-র হয়ে এই ম্যাচে অনিশ্চিত ইরান ম্যাচের গোলদাতা ক্রিশ্টিয়ান পুলিসিক। গোল করার পর তিনি কিছুক্ষণ মাঠে পড়ে ছিলেন। খেলা শেষের পর চোট পরীক্ষা করাতে তাঁকে হাসপাতালে যেতে হয়।