For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না নেইমার, গ্রুপ পর্বের অন্য ম্যাচেও পাওয়ার সম্ভবনা ক্ষীণ

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না নেইমার, তাঁর চোট সম্পর্কে বড় আপডেট দিল দলের চিকিৎসক

Google Oneindia Bengali News

বড় ধাক্কা ব্রাজিলের শিবিরে। যথেষ্ট গুরুতর দলের সেরা নক্ষত্র নেইমারের চোট। অ্যাঙ্কেলে বেশ ভাল মতোই চোট পেয়েছেন নেইমার। যার ফলে বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার। ব্রাজিল দলের চিকিৎসক এ কথা জানিয়েছেন। চোটের যা অবস্থা তাতে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও তাঁর থাকার সম্ভবনা অত্যন্ত ক্ষীণ।

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না নেইমার, গ্রুপ পর্বের অন্য ম্যাচেও পাওয়ার সম্ভবনা ক্ষীণ

সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ২-০ গোলে জয়ের দিন অ্যাঙ্কেলে চোট পান নেইমার এবং ৮০ মিনিটে উঠে যেতে হয় তাঁকে। ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানিয়েছেন, 'লিগামেন্ট ড্যামেজ' হয়েছে নেইমারের। নেইমারের পাশাপাশি সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রাইট ব্যাক ড্যানিলোতে পাবে না ব্রাজিল। তাঁরও অ্যাঙ্কেল স্ট্রেন রয়েছে। ড্যানিলোর পরিবর্তে সুইৎজারল্যান্ডের ম্যাচে ডানি আলভেজের খেলার সম্ভাবনা প্রবল।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার বলেছেন, "এই দুই ফুটবলারকে (নেইমার এবং ড্যানিলো) আমরা পরবর্তী ম্যাচে পাব না। ওদের চিকিৎসা চলছে। বাকি প্রতিযোগীতার জন্য সময়ের মধ্যে যাতে সুস্থ হয়ে ওঠে ওরা সেই চেষঅটা চালানো হচ্ছে।"

রিচারলিসনের জোড়া গোলের উপর ভর করে সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় গোলটি বাঁধিয়ে রাখার মতো করেন রিচারলিসন। ভিনিয়াস জুনিয়রের ক্রস ব্যাক ভলিতে জালে জড়িয়ে দেন তিনি। নেইমারকে এই ম্যাচে বেশ ফ্যাকাসে লেগেছে। ভাল ছন্দে নিজেকে মেলে ধরতে পারননি তিনি মাঠ ছাড়ার আগে। ব্রাজিল গ্রুপের দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে এবং শেষ ম্যাচটি খেলবে ক্যামেরুনের বিরুদ্ধে।

English summary
FIFA World Cup 2022: Neymar out of Brazil's second World Cup match against Switzerland.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X