For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: পেলেকে ছুঁতে চলেছেন নেইমার, বিশ্বকাপে নয়া নজির গড়ার মুখে মেসি

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপে আজ রাতে দুই মহাতারকার দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা। ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে ব্রাজিল খেলতে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। এই কোয়ার্টার ফাইনালে বিশেষভাবে নজর থাকবে নেইমারের দিকে। রাত সাড়ে ১২টা থেকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে লিওনেল মেসির আর্জেন্তিনা। দুই মহাতারকাই এদিন রাতে গড়তে পারেন নয়া নজির।

আজ রাতে নামছে ব্রাজিল ও আর্জেন্তিনা

আজ রাতে নামছে ব্রাজিল ও আর্জেন্তিনা

বিশ্বকাপে দুই দিনের বিরতি শেষে আজ ফের ফুটবলের জমজমাট লড়াই। আর্জেন্তিনা ও ব্রাজিল যাতে জেতে সেই প্রত্যাশাই করছেন বেশিরভাগ ফুটবলপ্রেমী। তা না হলে যে নেইমার বা মেসিকে আর কোনও দিন বিশ্বকাপের আসরেই দেখা যাবে না। শুধু তাই নয়, আজ যদি ব্রাজিল ও আর্জেন্তিনা জেতে তাহলে তারা মুখোমুখি হবে সেমিফাইনালে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হাইভোল্টেজ লড়াই উপভোগ করতে মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। সেক্ষেত্রে ব্রাজিলের সামনে যেমন কোপা আমেরিকা ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে, তেমনই আর্জেন্তিনাও চাইবে বিশ্বকাপ ছোঁয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে।

নজিরের মুখে নেইমার

নজিরের মুখে নেইমার

আজ নেইমার একটি গোল করলেই ধরে ফেলতে পারবেন কিংবদন্তি পেলেকে। ব্রাজিলের হয়ে সর্বাধিক গোল করার নিরিখে। আর দুটি গোল পেলেই নেইমার টপকে যাবেন পেলের রেকর্ড, গড়ে ফেলবেন অনন্য নজির। পেলে ব্রাজিলের হয়ে ৭৭টি গোল করেছেন। এখনও অবধি নেইমার গোল করেছেন ৭৬টি। ব্রাজিলের হয়ে রোনাল্ডোর ৬২টি, রোমারিওর ৫৬টি এবং জিকোর ৪৮টি গোল রয়েছে।

পেলেকে টপকে যেতে পারবেন?

পেলেকে টপকে যেতে পারবেন?

পেলে অবশ্য ৭৭টি গোল করেছেন ৯২টি ম্যাচে। নেইমার আজ খেলতে নামবেন দেশের হয়ে ১২৪তম ম্যাচ। ৭৭টি গোল করার পাশাপাশি পেলে গোল করতে সহায়তা বা অ্যাসিস্ট করেছেন ৩২ বার, এ ক্ষেত্রে নেইমার অনেকটাই এগিয়ে। তাঁর অ্যাসিস্টের সংখ্যা ৫৬। ম্যাচ প্রতি গোল করার নিরিখে পেলে এগিয়ে রয়েছেন নেইমারের চেয়ে। গোলস টু গেমস রেশিও পেলের ক্ষেত্রে ০.৮৪, নেইমারের ০.৬২।

মেসি-গোলে নয়া রেকর্ড?

মেসি-গোলে নয়া রেকর্ড?

আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি দেশের হয়ে ইতিমধ্যেই সর্বাধিক গোল করার নজির গড়েছেন। এবার তাঁর সামনে বিশ্বকাপে আরেকটি নজির গড়ার হাতছানি। আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোলদাতা হিসেবে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে তিনি ছুঁয়ে ফেলবেন একটি গোল করলেই। দুটি গোল করে ফেললে বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোল করার নজির এককভাবে গড়ে ফেলবেন মেসি। ১২টি ম্যাচে বাতিস্তুতা বিশ্বকাপে ১০টি গোল করেছেন। মেসি ২৩ ম্যাচে করেছেন ৯টি গোল। ৪ ম্যাচে ৮ গোল রয়েছে গিলেরমো স্তাবিলের। বিশ্বকাপের ২১ ম্যাচে ৮টি গোল রয়েছে দিয়েগো মারাদোনার। মারিও কেম্পেস বিশ্বকাপে ১৮ ম্যাচে ৬টি গোল করেছেন।

চট্টগ্রামে চোট-জর্জরিত ভারতের একাদশে কুলদীপের থাকার জল্পনা, ODI সিরিজ হোয়াইটওয়াশ চায় বাংলাদেশচট্টগ্রামে চোট-জর্জরিত ভারতের একাদশে কুলদীপের থাকার জল্পনা, ODI সিরিজ হোয়াইটওয়াশ চায় বাংলাদেশ

English summary
FIFA World Cup 2022: Neymar Needs One More Goal To Become Brazil's Joint Highest Goalscorer, Lionel Messi Needs A Brace To Become Argentina's All Time Top Scorer In World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X