For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022 Live: কোস্টারিকার বিরুদ্ধে হার জাপানে, মরক্কোর বিরুদ্ধে মুখোমুখি বেলজিয়াম

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের ২২তম সংস্করণটি হচ্ছে কাতারে। দোহা ও পার্শ্ববর্তী শহরগুলির ৮টি স্টেডিয়ামে হবে ৬৪টি ম্যাচ। ফাইনাল হবে লুসাইল স্টেডিয়ামে, ১৮ ডিসেম্বর। গ্রেটেস্ট শো অন আর্থের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানটি হলো আল খরের আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপ সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

FIFA World Cup 2022 Live: কোস্টারিকার বিরুদ্ধে হার জাপানে, মরক্কোর বিরুদ্ধে মুখোমুখি বেলজিয়াম

Newest First Oldest First
5:39 PM, 27 Nov

দিনের দ্বিতীয় খেলায় মরক্কোর মুখোমুখি হতে চলেছে বেলজিয়াম।
5:39 PM, 27 Nov

কোস্টারিকার বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত হল জাপান। ম্যাচের একমাত্র গোলটি করেন কোস্টারিকা উইং হাফ কেশার ফুলার।
2:49 AM, 25 Nov

ম্যাচটি আরও বেশি ব্যবধানে জিততে পারত ব্রাজিল যদি দু'টি শট পোস্টে লেগে ফিরে না আসত।
2:48 AM, 25 Nov

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচারলিসন। ব্রাজিলের দ্বিতীয় গোলটির অ্যাসিস্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচে অফ-কালার দেখিয়েছে নেইমারকে।
2:45 AM, 25 Nov

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় পেল ব্রাজিল।
12:53 AM, 25 Nov

পূর্ণ শক্তির দল নিয়ে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে ব্রাজিল।
12:38 AM, 25 Nov

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামল ব্রাজিল।
12:38 AM, 25 Nov

ঘানার বিরুদ্ধে পর্তুগালের জয় বিশ্বকাপের শুরুতে আত্মবিশ্বাস বাড়িয়ে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শিবিরের।
11:21 PM, 24 Nov

ফের একটি গোল পরিশোধ করল ঘানা। গোল করলেন ওসমান বুকারি।
11:20 PM, 24 Nov

ফের গোল পর্তুগালের। গোল করলেন রাফায়েল লিও। পর পর এই দুইটি গোলের পাস বাড়ান ব্রুনো ফার্নান্ডেজ।
11:16 PM, 24 Nov

জাও ফেলিক্সের গোলে এগিয়ে গেল পর্তুগাল।
11:12 PM, 24 Nov

অ্যান্ড্রু আয়োর গোলে সমতায় ফিরল ঘানা।
11:12 PM, 24 Nov

পেনাল্টি থেকে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনাল্ডো।
11:11 PM, 24 Nov

পেনাল্টি পেল পর্তুগাল। বক্সের মধ্যে ফাউল ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে।
10:56 PM, 24 Nov

প্রথমার্ধ শেষে পর্তুগাল বনাম পর্তুগাল ম্যাচের স্কোর লাইন ০-০।
10:56 PM, 24 Nov

প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল বাতিল হয়, ঘানার ডিফেন্ডারকে সামান্য ঠেলায় তিনি ফাউল করে বসায়।
10:55 PM, 24 Nov

ফিফা বিশ্বকাপ ২০২২-এর প্রথম ম্যাচে মাঠে নেমেছে পর্তুগাল।
11:38 PM, 23 Nov

স্পেনের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন ফেরান টোরেস। একটি করে গোল করেন ডানি ওলমো, মার্কো অ্যাসেন্সিও, গাভি, আলভারো মোরাতা এবং কার্লোস সোলার। আলভারো মোরাতা এবং কার্লোস সোলার পরিবর্তন ফুটবলার হিসেবে গোল দেন এই ম্যাচে।
11:35 PM, 23 Nov

কোস্টা রিকাকে ৭-০ ব্যবধানে পরাজিত করল স্পেন।
11:25 PM, 23 Nov

হাফ ডজন গোল অতিক্রান্ত। কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের অতিরিক্ত সময়ে সপ্তম গোলটি করল স্পেন। পরিবর্ত ফুটবলার আলভারো মোরাতা গোলটি করেন।
11:20 PM, 23 Nov

পরিবর্ত ফুটবলার কার্লোস সোলার ষষ্ঠ গোল করলেন স্পেনের হয়ে।
11:17 PM, 23 Nov

স্পেনের হয়ে পাঁচ নম্বর গোলটি করলেন গাভি।
11:06 PM, 23 Nov

স্পেনের হয়ে চতুর্থ গোল এবং নিজের দ্বিতীয় গোলটি করলেন ফেরান টোরেস। প্রথমার্ধ শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছেড়েছিল স্পেন।
10:29 PM, 23 Nov

পেনাল্টি থেকে স্পেনের হয়ে তৃতীয় গোলটি করলেন ফেরান টোরেস।
10:26 PM, 23 Nov

স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করলেন মার্কো অ্যাসেন্সিও। জর্ডি আলবার পাস থেকে বাম পায়ের দুরন্ত শটে গোল করেন অ্যাসেন্সিও।
10:06 PM, 23 Nov

ম্যাচের শুরুতেই গোল করে স্পেনকে এগিয়ে দিলেন ড্যানি ওলমো।
10:06 PM, 23 Nov

স্পেনের বিরুদ্ধে দিনের তৃতীয় খেলায় মুখোমুখি হয়েছে কোস্টা রিকা। চলতি বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ স্পেনের।
10:05 PM, 23 Nov

ইকের গুণ্ডগানের পেনাল্টি গোলে এগিয়ে যায় জার্মানি। জাপানকে সমতায় ফেরান রিতসু ডোয়ান। জাপানের হয়ে দ্বিতীয় গোলটি করে সূর্যদয়ের দেশের জয় নিশ্চিত করেন তাকুমা আসানো।
10:03 PM, 23 Nov

এ দিন দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে দুরন্ত জয় পেল জাপান। প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তনের নজির স্থাপন করে জার্মানিকে ২-১ ব্যবধানে পরাজিত করল জাপান।
6:26 PM, 23 Nov

বুধবারের প্রথম ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়াকে আটকে দিল মরক্কো। খেলার ফলাফল ০-০।
READ MORE

English summary
FIFA World Cup 2022: Has Been Kicked Off In Qatar. Know All The News, Live And Updates In Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X