For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: আর্জেন্তিনার রেফারি নিয়ে ফিফার সমালোচনায় পেপে, ব্রুনো! রোনাল্ডো নিয়ে সরব সান্তোস

Google Oneindia Bengali News

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ গোলে জেতা পর্তুগাল শনিবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। মরক্কোর কাছে ০-১ গোলে পরাস্ত হয়ে। আর এরপরই ফিফার সমালোচনায় সরব হলেন পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, পেপের মতো তারকা ফুটবলাররা। আর্জেন্তিনার রেফারিকে দিয়ে পর্তুগাল-মরক্কো ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত ফিফা নেওয়ায়।

আর্জেন্তিনার রেফারি নিয়ে ফিফার সমালোচনায় পেপে, ব্রুনো

লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তুলনা চলে সব সময়ই। আর্জেন্তিনা ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে আর্জেন্তিনার রেফারি পর্তুগালের ম্যাচ খেলানোয় ক্ষুব্ধ পেপে। উল্লেখ্য, আর্জেন্তিনার ফাকুন্দো টেলো ম্যাচ পরিচালনা করেন। সহকারী রেফারি এবং ভার রাখা হয়েছিল লাতিন আমেরিকার দেশের। পেপে বলেন, গতকালের পর আর্জেন্তিনার রেফারিকে দিয়ে ম্যাচ পরিচালনা করা মেনে নেওয়া যায় না।

যে রণকৌশলে মরক্কো লিড বজায় রেখেছে তাতেও অসন্তোষ রয়েছে পর্তুগালের। মরক্কোর গোলকিপার সময় নষ্ট করেছেন। তারপরেও শুধু আট মিনিট স্টপেজ টাইম দেওয়া হলো। দ্বিতীয়ার্ধে মরক্কোর খেলার তাগিদ দেখাই যায়নি। একটি দলই যারা খেলতে চাইছিল তারা হলো পর্তুগাল। আমাদের বিশ্বকাপ জেতার ক্ষমতা ছিল, কিন্তু সেটা দুর্ভাগ্যজনকভাবে হলো না। তবে এদিনের ম্যাচ থেকে একটা বিষয় পরিষ্কার যে, ফিফা কাপ দিতে চাইছে আর্জেন্তিনাকে।

ব্রুনো ফার্নান্দেজ বলেন, আমি জানি না আর্জেন্তিনাকে কাপ দেওয়ার চেষ্টা চলছে কিনা। তা নিয়ে মাথাব্যথা নেই। তবে এটা খুবই অবাক করার মতো বিষয়, এমন একজন রেফারি ম্যাচ খেলালেন যাঁর দেশ বিশ্বকাপ জয়ের দৌড়ে রয়েছে। রেফারি ইচ্ছা করে মরক্কোকে টেনে খেলিয়েছেন, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রুনো।

এদিকে, বিতর্ক চলছে রোনাল্ডোকে মরক্কো ম্যাচেও সান্তোস প্রথম একাদশের বাইরে রাখায়। পর্তুগালের হেড কোচ অবশ্য নিজের সিদ্ধান্তে অনড়। কোনও আক্ষেপও নেই সাহসী সিদ্ধান্তের জন্য। পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সান্তোস বলেন, রোনাল্ডোকে বেঞ্চে রাখা নিয়ে আমার আক্ষেপ নেই। সুইৎজারল্যান্ড ম্যাচে যে দল নামিয়েছিলাম, সেই কৌশল বদলানোর কোনও প্রয়োজনীয়তা অনুভব করিনি। স্ট্র্যাটেজিগত সিদ্ধান্ত অনেক সময় কঠিন হয়। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হয় হৃদয় নয়, মাথা খাটিয়ে। আমার সিদ্ধান্তে এমনটা ভাবা উচিত নয় যে, রোনাল্ডো গ্রেট প্লেয়ার নন। এই বিষয়ের সঙ্গে আমার দল নামানোর সিদ্ধান্তের কোনও যোগ নেই। খেলায় কখনও ভাগ্যের সহায়তা লাগে। আমরা ভালো প্রয়াস চালিয়েছি, কোয়ালিটি ফুটবল খেলেছি। জোয়াও ফেলিক্স কয়েকটি সুযোগ পেয়েছিলেন, ব্রুনো ফার্নান্দেজের শট বারে লেগে ফিরে আসে। পেপের হেডার থেকেও সমতা ফেরানো যেতে পারতো। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।

FIFA World Cup 2022: পেনাল্টি মিস হ্যারি কেনের, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ফ্রান্স, রইল ভার বিতর্কFIFA World Cup 2022: পেনাল্টি মিস হ্যারি কেনের, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ফ্রান্স, রইল ভার বিতর্ক

English summary
FIFA World Cup 2022: Bruno And Pepe Slammed FIFA Over Argentina Referee Selection. Portugal Manager Fernando Santos Has No Regrets Over Leaving Ronaldo On The Bench Against Morocco.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X