For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: সৌদি আরবকে হারিয়েও প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না মেক্সিকোর

FIFA World Cup 2022: সৌদি আরবকে হারিয়েও প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না মেক্সিকোর

Google Oneindia Bengali News

সৌদি আরবকে গ্রুপের শেষ ম্যাচে হারিয়েও প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে পারল না মেক্সিকো। পোল্যান্ডের সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে পড়ে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল লাতিন আমেরিকার এই দলটির। সৌদির বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহার দেয় মেক্সিকো কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে তাদের স্বপ্ন ভঙ্গ হল।

FIFA World Cup 2022: সৌদি আরবকে হারিয়ের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না মেক্সিকোর

মেক্সিকো বিশ্বকাপের শুরুটা ভাল ভাবেই করেছিল। প্রথম ম্যাচে গুইলেরমো ওচোয়া পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কির পেনাল্টি সেভ করে ম্যাচ থেকে মেক্সিকোকে ১ পয়েন্ট এনে দেন। কিন্তু পরবর্তী দুই ম্যাচে মেক্সিকো বাকি কাজটা করতে ব্যর্থ হয় যেটা করলে তারা প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে পারত। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হলেও দুই গোলের ব্যবধানে সৌদি আরবের বিরুদ্ধে জিততে হত পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। কিন্তু সেই কাজটাই করতে পারল না মেক্সিকো।

এ দিনের ম্যাচে ২-০ গোলে লিড নিয়েও ম্যাচ শেষ হওয়ার কিছু সেকেন্ড আগে সেই লিড তারা হাতছাড়া করে। এ দিন দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় মেক্সিকো। সিসার মন্টেসের পাস থেকে হেনরি মার্টিন গোল করে এগিয়ে দেন মেক্সিকোকে। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে লাতিন আমেরিকার দলটির পক্ষে ব্যবধান বাড়ান লুইস চাভাজ। এর পরেও একাধিক গোলের সুযোগ তৈরি করে মেক্সিকো। তা ছাড়া প্রথমার্ধেও একাধিক গোলের সুযোগ তৈরি করেও গোল পায়নি মেক্সিকো। গোল করার মতো ৩টি বড় সুযোগ নষ্ট করে মেক্সিকো। যদিও এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব প্রাপ্য সৌদি আরবের গোলরক্ষক মহম্মদ আল-ওয়াইসের। দলের হার আটকাতে না পারলেও তিনি এই ম্যাচে প্রাচীরের মতো হয়ে উঠেছিলেন মেক্সিকোর আক্রমণভাগের ফুটবলারদের সামনে। ৮টি নিশ্চিত গোল এ দিন বাঁচান তিনি।

মেক্সিকোর মতোই কাতার বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ হল এশিয়ার দল সৌদি আরবেরও। তারা গ্রুপের সব থেকে কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও। পরবর্তী দুই ম্যাচে হেরে কাতারেই ফেলে গেলেন বিশ্বকাপের দৌড়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। শেষ দুই ম্যাচের একটিতে জয় পেলেই সৌদি আরব পৌঁছে যেত বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। এ বারের বিশ্বকাপে প্রতিটি গ্রুপেই লক্ষ্যণীয় তথাকথিত ছোট দলগুলির খেলা। তারা যে ভাবে হেভিওয়েট প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালানোর চেষ্টা করছে তা প্রশংসাযোগ্য এবং অবশ্যই ভাল বিজ্ঞাপন বিশ্ব ফুটবলের জন্য।

কাজে এল না পোলিস গোলরক্ষকের পেনাল্টি সেভ, পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকাজে এল না পোলিস গোলরক্ষকের পেনাল্টি সেভ, পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

English summary
FIFA World Cup 2022: Baffled Mexico beat Saudi Arabia by 2-1 goals but failed to secure their spot into the last 16.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X