For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মরক্কো কি পারবে অঘটন ঘটাতে, ২৩ জনের স্কোয়াড ঘোষণা কোচ রেনার্ডের

মরক্কোর প্রধান কোচ হার্ভে রেনার্ড ২৩ জনের দল ঘোষণা করেছেন।

  • |
Google Oneindia Bengali News

১৯৯৮ সালের পর ফের ২০ বছর বাদে বিশ্বকাপের আসরে মূলপর্বে খেলছে মরক্কো। এই নিয়ে পঞ্চমবার তাঁরা বিশ্বকাপের মূলপর্বে খেলছে। মরক্কোর প্রধান কোচ হার্ভে রেনার্ড ২৩ জনের দল ঘোষণা করেছেন। সেখানে বাদ দিয়েছেন বদর বেনৌনকে আর দলে নিয়েছেন ইউসেফ এন নেসিরিকে।

 মরক্কো কি পারবে অঘটন ঘটাতে, ২৩ জনের স্কোয়াড ঘোষণা কোচ রেনার্ডের

২০২৬ সালের বিশ্বকাপের জন্য বিড করছে মরক্কো। ১৯৮৬ সালে একবারই মাত্র গ্রুপ লিগের দরজা টপকে শেষ ষোলোয় গিয়েছে। এবার তাঁদের খেলতে হবে ইরান, পর্তুগাল ও স্পেনের বিরুদ্ধে।
এবার গ্রুপ বিতে রয়েছে মরক্কো। গ্রুপে দুটি বিশ্বের সেরা দল রয়েছে। ফলে পরের রাউন্ডে যাওয়া প্রায় অসম্ভবের কাজ। তবে যেতে পারলে সেটাই হবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন।

মরক্কোর ২৩ জনের দল

ইয়াসিন বৌনৌ, মৌনির এল কাজৌই, আহমেদ রেডা তাগনায়ৌতি, মেহদি বেনাটিয়া, ম্যানুয়েল দা কোস্টা, নাবিল দিরার, আচরাফ হাকিমি, হামজা মেন্ডিল, রোমেইন সাইস, সোফিয়ান আম্রাবত, ইউসেফ এইত বেনাসের, ইউনেস বেলহান্ডা, এমবার্ক বৌসৌফা, করিম এল আহমাদি, ফেকাল ফজর, আমিনে হারিট, নরদিন আম্রাবত, আজিজ বৌহাদৌস, খালিদ বৌতায়িব, মেহদি কারসেলা, আয়ুব এল কাবি, ইউসেফ এন নেসিরি, হাকিম জিয়েচ

English summary
FIFA World Cup 2018: Morocco squad announced, En Nesyri replaces Benoun
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X