(ছবি) বিশ্বকাপ ফাইনাল ২০১৪: কিছু সোনালি মুহূর্ত
রিও দি জেনেইরো, ১৪ জুলাই: অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল জার্মানি। এ নিয়ে তারা চতুর্থবার কাপ জিতল। খেলা শুরুর আগে ছোট্ট সমাপ্তি অনুষ্ঠান কিংবা সেই ঐতিহাসিক ম্যাচের নানা মুহূর্ত ধরা পড়ল পিটিআইয়ের ক্যামেরায়।
আরও দেখুন: (ভিডিও) অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি
আরও পড়ুন : ফিফা বিশ্বকাপ ২০১৪: সংখ্যার সংকলন
আরও দেখুন: ফিফা বিশ্বকাপ ২০১৪-র অন্যান্য পুরস্কার জয়ীরা

শেষের শুরু!
শুরু হল বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। চলছে জমকালো প্রদর্শন।

ইয়ে ইয়ে আ আ আ...
সমাপ্তি অনুষ্ঠানে মেজাজে গান গাইছেন শাকিরা।

ধুম ধুম ধুম
বিচিত্র সাজে নাচ। সমাপ্তি অনুষ্ঠানের একটি দৃশ্য।

সাম্বা সাম্বা
সমাপ্তি অনুষ্ঠানে সাম্বা নাচের ঝলক।

ট্রফি ও সুন্দরী
খেলা শুরুর আগে বিশ্বকাপ ট্রফির সামনে ছবি তুললেন ব্রাজিলের মডেল গিজেলে বুন্দশেন। সঙ্গে প্রাক্তন স্প্যানিশ ফুটবলার কার্লেস পুয়োল।

লড়াইয়ের ছবি
তখন শুরু হয়েছে খেলা। জার্মানি বনাম আর্জেন্টিনা ম্যাচের একটি মুহূর্ত।

চাঁদের হাট
গ্যালারিতে বসে খেলা দেখছেন (বামদিক থেকে) রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ফিফা সভাপতি সেপ ব্লাটার এবং জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মের্কেল।

শাকিরা ও সন্তান
ছেলে মিলানকে কোলে নিয়ে খেলা দেখতে ব্যস্ত শাকিরা।

হঠাৎ আগমন
ম্যাচ চলার সময়ে প্রেস বক্সের কাছে হঠাৎ চলে এলেন পেলে। তাঁকে ছেঁকে ধরেছেন সাংবাদিকরা।

গোলের কাছে হল্লাবোল
হেড দিয়ে গোল করার চেষ্টা।

দ্যাখো কাণ্ড!
লিওনেল মেসিকে আটকাতে মরিয়া চেষ্টা জার্মানদের।

হিপ হিপ হুরররে
আর্জেন্টিনাকে হারিয়ে আনন্দে মাতোয়ারা জার্মানির খেলোয়াড়রা।

চ্যাম্পিয়ন
বিশ্বকাপের ট্রফি নিয়ে উচ্ছ্বাস জার্মানির।