For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতার বিশ্বকাপের ম্যাচ ফিক্সড! চাঞ্চল্যকর দাবিতে শোরগোল, সতর্ক ফিফা

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের কিক অফ রবিবার। তার ঠিক আগেই উঠল গুরুতর অভিযোগ। কাতারে বিশ্বকাপ আয়োজন ঘিরে একের পর এক বিতর্ক। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় আয়োজক দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পরিকল্পনা রয়েছে অংশগ্রহণকারী দেশগুলির। এবার কাতারের বিরুদ্ধেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ।

ম্যাচ গড়াপেটার অভিযোগ

ব্রিটিশ মিডল ইস্ট সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চের আঞ্চলিক অধিকর্তা আমজাদ তাহার টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর দাবি, উদ্বোধনী ম্যাচটি ইতিমধ্যেই ফিক্সড! টুইটে তিনি 'এক্সক্লুসিভ' লিখে দাবি করেছেন, কাতার প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডরের ৮ জন ফুটবলারকে ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দিয়েছে। দ্বিতীয়ার্ধে ম্যাচটি যাতে কাতার ১-০ গোলে জিততে পারে সেই শর্তে। কাতার দলের পাঁচজনের পাশাপাশি ইকুয়েডরের দলের ভিতর থেকেও তিনি এই তথ্যের সত্যতা যাচাই করেছেন বলে দাবি আমজাদ তাহার।

কাতার-ইকুয়েডর ম্যাচ ফিক্সড!

যদিও আমজাদ তাহা টুইটে লেখেন, আমরা চাই এই তথ্য ভুল হোক। এই তথ্য জনসমক্ষে আনায় তা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে বলেও আশা রাখি। ফিফার দুর্নীতির বিরুদ্ধে সকলকে প্রতিবাদে গর্জে ওঠার ডাকও দিয়েছেন আমজাদ তাহা। যদিও তাহার এই এক্সক্লুসিভ খবরের সত্যতা নিয়ে অন্য কোনও সংবাদমাধ্যম কিছু জানায়নি। আমজাদ তাহার টুইটারে ৪ লক্ষ ৩৮ হাজারের কাছাকাছি ফলোয়ার রয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর আনা চাঞ্চল্যকর অভিযোগ অন্য মাত্রা যোগ করেছে। ফিফা বিশ্বকাপ চলাকালীন ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেটিং হবে বলে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে।

রেকর্ড বেটিংয়ের সম্ভাবনা

বেটিং মার্কেটে নজরদারি চালানো আন্তর্জাতিক ফার্ম স্পোর্টসর‍্যাডার সম্প্রতি জানিয়েছিল যে, ২০২২ সালে ৬০০টি ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। বিশেষ করে যে সব দেশে ছোট লিগগুলিতে খুব বেশি অর্থ রোজগারের উপায় নেই সেখানেই বেটিংয়ের সম্ভাবনা বেশি বলে দাবি করেছিল এই সংস্থা। এবারই প্রথম স্পোর্টসর‍্যাডার, ইন্টারপোল, ইন্টারন্যাশনাল বেটিং ইন্টিগ্রিটি অ্যাসোসিয়েশন, এফবিআই-সহ কয়েকটি সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স প্রতিটি বিশ্বকাপ ম্যাচে বেটিং মার্কেটে নজরদারি চালাবে। গোল থেকে হলুদ কার্ড সব কিছুর বিষয়েই নজর থাকবে। এই টাস্ক ফোর্সে নিজেদের ভূমিকা সম্পর্কে অবশ্য এফবিআই প্রকাশ্যে কিছু বলেনি।

কড়া ফিফা

ফিফার তরফে বিভিন্ন দলের ফুটবলার, রেফারিদের নিয়ে ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। ম্যাচ গড়াপেটার আশঙ্কা থাকাতেই এই ওয়ার্কশপের বন্দোবস্ত। ম্যাচ গড়াপেটার প্রস্তাব কীভাবে আসতে পারে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, গড়াপেটার প্রস্তাব এলে কী করতে হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ফিফা। বিশ্বের বিভিন্ন দেশে লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ এসেছে। ফিফা কড়া পদক্ষেপও করেছে। এমনকী ২০১৬ সালে পাঁচটি বেটিং অপারেটর এবং ইন্টিগ্রিটি মনিটরদের দাবি ছিল, দক্ষিণ আফ্রিকা ও সেনেগালের মধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে গড়াপেটা হয়েছে। রেফারি জোসেফ ল্যাম্পটে দক্ষিণ আফ্রিকাকে সন্দেহজনক পেনাল্টি দিয়েছিলেন। তদন্তের পর ওই রেফারি আজীবন নির্বাসিত হন। তবে বিশ্বকাপের ম্যাচে গড়াপেটার সম্ভাবনা বিশেষ থাকে না বলেই ধারণা ফিফার। কাতার বিশ্বকাপে কী হয় সেটা দেখার। তবে আমজাদ তাহার টুইট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। প্রথম থেকেই তৈরি হয়েছে সন্দেহের বাতাবরণ।

English summary
FIFA Desperate To Combat Match Fixing After Allegation Regarding World Cup Opening Match. According To Amjad Taha, The Regional Director Of The British Middle East Center For Studies And Research, Qatar Has Bribed Ecuador Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X