For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Durand Cup: মরসুমের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখতে ব্যর্থ ইস্টবেঙ্গল

Durand Cup: মরসুমের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

Google Oneindia Bengali News

মরসুমের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল না ইস্টবেঙ্গল। ভারতীয় নৌ-বাহিনীর দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল-হলুদ। চলতি মরসুমে এটিই ছিল ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। সেই ম্যাচে জিততে না পারলেও যেই ফুটবলটা ইস্টবেঙ্গল খেলেছে তাতে সমর্থকেরা আশা করতেই পারেন ভাল কিছুর।

Durand Cup: মরসুমের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখতে ব্যর্থ ইস্টবেঙ্গল

গত দুই মরসুমে ইস্টবেঙ্গলকে চেনা ছন্দে পাওয়া যায়নি। লাল-হলুদের খেলার মধ্যে পরিচিত ঝাঁঝটাই ছিল না। ইস্টবেঙ্গলের অবস্থান লিগ টেবিলে খুঁজতে হলে উপরের দিকের পরিবর্তে সমর্থকেরা নিচের দিকে চোখ রাখা শুরু করেছিলেন। আইএসএল-এ প্রথম মরসুমে রবি ফাওলার এবং দ্বিতীয় মরসুমে মানলো ডিয়াজ দলটার যা পরিস্থিতি তৈরি করে দিয়ে গিয়েছিলেন তার থেকে নতুন রূপে সজ্জিত এই ইস্টবেঙ্গল অনেক দক্ষ। স্টিফেন কনস্ট্যানটাইন মাত্র এই ক'দিনেই দারুণ ভাবে তৈরি করে নিয়েছেন তরুণ ফুটবলারদের মধ্যে বোঝাপড়া। প্রথম ম্যাচে যে কোনও দলকে একটু নরবড়ে দেখায়। ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যায় কিন্তু পুরো ভারতীয় একাদশ নিয়ে এই ম্যাচ শুরু করা ইস্টবেঙ্গল ফুটবলারদের বোঝাপড়া প্রশংসাযোগ্য। তিন সপ্তাহেরও কম সময়ে যদি এমন বোঝাপড়া তৈরি হয় তা হলে মরসুম যত এগবে ততই যে এই দল ক্ষুরধার হয়ে উঠবে তা বোঝাই যাচ্ছে।

এ দিন ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিমা। তিনি নামার পরে ইস্টবেঙ্গলের আক্রমণের তেজ বাড়ে, তবে তাঁর নামার আগে কিংবা পরে ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলারদের বোঝাপড়া ছিল অনবদ্য।

ম্যাচের শেষের দিকে গোল করার দু'টি সহজ সুযোগ পেয়েছিলেন সুমিত পাসি এবং ভিপি সুহের কিন্তু একটিও কাজে লাগাতে না পারায় জয় পাওয়া হয়নি লাল-হলুদের। গোলরক্ষককে একা পেয়েও সুমিত পাসি সরাসরি হাতে মারেন। এর থেকে দিনের সহজতম সুযোগ আরও একটিও ছিল না। অপর দিকে, বক্সের মধ্যে ভেসে আসা ক্রসে প্রথমে সুমিত পাসি এবং পরে ভিপি সুহের কানেক্ট করতে ব্যর্থ হন। সুহেরের কাছে যখন বলটি আসে তখন তাতে পা ঠেকালেই গোল। কিন্তু দুই ফরওয়ার্ডই তাতে পায়ে ছোঁয়াতে পারেননি।

এ দিন নৌ-বাহিনীর দলের হয়ে খেলেন ভারতীয় ফুটবলের দুই চেনা তারকা পিএম ব্রিটো এবং পিন্টু মাহাতো। পিন্টু এবং ব্রিটো যথেষ্ট নজরকাড়েন। পাশাপাশি নৌ-বাহিনীর হরিও দুর্দান্ত ফুটবল খেলে। কোনও পেশাদার লিগে না খেলেও নৌ-বাহিনীর ফুটবলারদের বোঝাপড়া এবং আত্মবিশ্বাস প্রশংসা যোগ্য। ডুরান্ড কাপে পরবর্তী ম্যাচে ডার্বিতে মাঠে নামবে লাল-হলুদ। ২৮ অগস্ট এটিকে মোহনবাগান এবং ইমামি ইস্টবেঙ্গলের মধ্যে মরসুমের প্রথম ডার্বি আয়োজিত হতে চলেছে।

নির্বাসনের কোনও প্রভাব কি পড়বে ক্লাবগুলির বিদেশি ফুটবলার সইয়ে, জানুন কী বলছে ফিফার নিয়মনির্বাসনের কোনও প্রভাব কি পড়বে ক্লাবগুলির বিদেশি ফুটবলার সইয়ে, জানুন কী বলছে ফিফার নিয়ম

English summary
East Bengal shares point with Indian Navy in their opening match in Durand Cup. None of the teams scored in this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X