For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের মাঝমাঠের ভরসা সৌরভ দাসকে দীর্ঘ মেয়াদি চুক্তি সই করাল আইএসএল-এর এই দল, আপডেট রইল ইনভেস্টর নিয়েও

ইস্টবেঙ্গলের মাঝমাঠের ভরসা সৌরভ দাসকে দীর্ঘ মেয়াদি চুক্তি সই করাল আইএসএল-এর এই দল, আপডেট রইল ইনভেস্টর নিয়েও

Google Oneindia Bengali News

চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গলের অভিযান শেষ হয়েছে ইতিমধ্যেই। এগারো দলের লিগে সবার শেষে অবস্থান লাল-হলুদের। প্রথম মরসুমে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় আসার পর রবি ফাওলারের মিডফিল্ডে ভরসা জোগাতে পারলেও আইএসএল-এর ইস্টবেঙ্গলের দ্বিতীয় মরসুমে চোটের কারণে খুব বেশি সুযোগ পাননি সৌরভ দাস। কিছু ম্যাচে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি।

ইস্টবেঙ্গলের মাঝমাঠের ভরসা সৌরভ দাসকে দীর্ঘ মেয়াদি চুক্তি সই করাল আইএসএল-এর এই দল, আপডেট রইল ইনভেস্টর নিয়েও

পারফরম্যান্স খুব একটা ভাল না হলেও আগামী দুই মরসুমের জন্য নতুন দল পেয়ে গেলেন বাংলার এই মিডফিল্ডার। ২০২৪ সালের মে মাস পর্যন্ত সৌরভ দাসের সঙ্গে চুক্তি সারলো চেন্নাইয়ান এফসি। ২০২১ সালের জানুয়ারি মাসে মুম্বই সিটি এফসি থেকে লোনে দলে নেয় এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের সঙ্গে এক বছরের চুক্তি করেন সৌরভ। লাল-হলুদের জার্সিতে ১৮টি ম্যাচ খেলেছেন সৌরভ দাস। মোট ১৩৫৩ মিনিট ইস্টবেঙ্গলের হয়ে মাঠে থেকেছেন সৌরভ। তাঁর পাসিং অ্যাকুরেসি ৭৪.৮৯%।

টাটা ফুটবল অ্যাকাডেমির গ্র্যাজুয়েট ২০১৬ সালে মোহনবাগানে যোগদান করেন। সবুজ-মেরুন জার্সিতে তিন মরসুম কাটান সৌরভ দাস। আই লিগে ১৬ ম্যাচ খেলেছেন মোহনবাগানের জার্সিতে। গঙ্গাপাড়ের ক্লাবের জার্সিতে এএফসি কাপে তিনটি ম্যাচে খেলেছিলেন সৌরভ দাস। ২০১৮-১৯ মরসুমে চোখ ধাঁধানো পারফরম্যান্সের সৌজন্যে মুম্বই সিটি এফসি'র স্কাউটদের নজরে আসেন সৌরভ। আইএসএল-এর বাণিজ্য নগরীর ফ্রাঞ্চাইজি দলটির হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন সৌরভ দাস। ২০২০-২১ মরসুমে জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে লাল-হলুদের রিক্রুটাররা তুলে নেন তাঁকে।

২০২১-২২ আইএসএল-এ ২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে ইস্টবেঙ্গল। তারা পরাজিত হয়েছে ১১টি ম্যাচে এবং ড্র করেছে ৮টি ম্যাচে। মোট ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তলানিতে রয়েছে লাল-হলুদ। অপর দিকে, ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে শ্রী সিমেন্টস। ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী-এর চুক্তি ভাঙা স্রেফ সময়ের অপেক্ষা। বাংলাদেশের সূত্র মারফত খবর, লাল-হলুদে ইনভেস্ট করতে আগ্রহী বসুন্ধরা গ্রুপ। তাদেরকে আগামী মরসুমে লাল-হলুদের ইনভেস্টার হিসেবে দেখতে পাওয়া যেতে পারে।

English summary
East Bengal Midfielder Sourav Das has signed two years deal with Former ISL Champion side Chennaiyan FC. Apart from donning Red and Gold Jersey, Sourav also played for Mumbai city FC in ISL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X