For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল খেলার সম্ভাবনা কমতে ফুটবলারদের সই করাতে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

আইএসএল খেলার সম্ভাবনা কমতে ফুটবলারদের সই করাতে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গলের আইএসএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। শেষ পর্যন্ত লাল-হুলদ ব্রিগেড ইনভেস্টার জোগাড় করে দেশের এক নম্বর লিগ খেলতে পারে কিনা, সেটা সময়ই বলবে। কিন্তু তার আগে দুই ফুটবলারকে সই করানোর ক্ষেত্রে বাধা পেল ইস্টবেঙ্গল।

ফুটবলারদের সই করাতে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ফুটবলারদের সই করাতে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলকে তরুণ দুই ফুটবলার সই করানোর ক্ষেত্রে ছাড়পত্র দিল না ফেডারেশন। ইস্টবেঙ্গল ইন্ডিয়া অ্যারোজের দুই তরুণ ফুটবলারকে সই করিয়ে দল মজবুত করতে চেয়েছিল। ক্লাবের আইএসএল খেলার সম্ভাবনা তৈরিতে দুই তরুণ ফুটবলারও লাল-হলুদ ব্রিগেডে যোগ দেওয়া নিয়ে আগ্রহী হয়।

দুই তরুণ প্রতিভাকে সই করানো গেল না

দুই তরুণ প্রতিভাকে সই করানো গেল না

হরমনপ্রীত সিং ও রিকি শাবং, দুই তরুণ প্রতিভাকে সই করাতে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে চুক্তিপত্রের ড্রাফ্টও পাঠিয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য দুই তরুণ ফুটবলারের এবছর ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপানো হচ্ছে না।

দুই ফুটবলারই ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ

দুই ফুটবলারই ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ

ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজে খেলার সুবাধে তরুণ দুই ফুটবলার ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে বলেই দুই তরুণ লাল-হলুদের খেলা নিয়ে আগ্রহ দেখায়। কিন্তু শেষ পর্যন্ত ক্লাবের আইএসএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

কেন ছাড়পত্র দিল না ফেডারেশন

কেন ছাড়পত্র দিল না ফেডারেশন

ইনভেস্টার জোগাড় না হওয়া লাল-হলুদ ব্রিগেডে এবছর আইএসএল খেলার সম্ভাবনা ক্ষীণ। যেকারণে এআইএফএফ দুই ফুটবলারকে ইস্টবেঙ্গলে পাঠানোর জন্য ছাড়পত্র দেয়নি। প্রসঙ্গত শনিবার এফএসডিএল এবছর ১০ দল নিয়ে আইএসএল করার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ব্রডের ৫০০ উইকেট শিকারে অ্যান্ডারসনের সঙ্গে মিল, দুই ক্ষেত্রেই আউট হতভাগ্য এই ক্যারিবিয়ানব্রডের ৫০০ উইকেট শিকারে অ্যান্ডারসনের সঙ্গে মিল, দুই ক্ষেত্রেই আউট হতভাগ্য এই ক্যারিবিয়ান

English summary
East Bengal lose sign opportunity, after continues to lose hope to play Isl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X