For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের চুক্তি জট মেটার পথে, আগামী সোমবারের সই হওয়ার সম্ভাবনা প্রবল

ইস্টবেঙ্গলের চুক্তি জট মেটার পথে, আগামী সোমবারের চুক্তিতে সই হওয়ার সম্ভাবনা প্রবল

Google Oneindia Bengali News

'কবে ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে সই হবে চূড়ান্ত চুক্তি?'- সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়ি থেকা কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকের একটাই প্রশ্ন। যেখানে আইএসএল-এর প্রতিটা দলের টিম ফর্মেশন প্রায় শেষ সেখানে শুরুউ করতে পারেনি লাল-হলুদ। এর প্রধান কারণ চূড়ান্ত চুক্তি সই।

ইস্টবেঙ্গলের চুক্তি জট মেটার পথে, আগামী সোমবারের চুক্তিতে সই হওয়ার সম্ভাবনা প্রবল

শ্রীসিমেন্টর সঙ্গে সম্পর্ক ছিন্নের পর যখন নতুন বিনিয়োগকারী খুঁজে পেতে ইস্টবেঙ্গলের সাবেক কর্তাদের কালঘাম ছুঁটে গিয়েছে তখন কল্পতরু হয়ে আবির্ভূত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যে ভাবে কোয়েসর পর নতুন ইনভেস্টার হিসেবে শ্রীসিমেন্টকে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টার হিসেবে খুঁজে দিয়েছিলেন তিনি।

২৫ মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বিনিয়োগকারী হিসেব ইমামির নাম ঘোষণা করে। তার পর দেড় মাস হতে চললেও এখনও সই হয়নি লাল-হলুদ কর্তাদের একের পর এক বায়নাক্যায়। কিছু দিন আগে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল নতুন করে পাঠানো ড্রফটে তাঁরা খুশি এবং সই করার বিষয়ে কোনও অসুবিধা নেই।

কিন্তু এর কিছু দিন পর ইমামির তরফ থেকে আদিত্য আগরওয়াল জানান কোনও সম্মতি পত্র ইস্টবেঙ্গল পাঠায়নি। নিজেদের মিথ্যা সামনে চলে আসায় ইমামিকে বৈঠকে বসতে অনুরোধ জানান দেবব্রত সরকাররা। নীতুর সঙ্গে এ দিন শহরের এক পাঁচ তারা হোটেল বৈঠকে বসেছিলেন আদিত্য আগরওয়াল। সঙ্গে ছিলেন মধ্যস্থতাকারীরাও। সেখানে বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত ঠিক হয় আগের পাঠানো ড্রাফট অনুযায়ী ৮০ শতাংশ শেয়ার থাকবে ইমামির হাতে এবং দশ জনের বোর্ডে আট জন থাকবে ইমামির।

সৌরভের জন্মদিনেই ত্রিপুরা পেল ঋদ্ধিমান সাহাকে, নতুন চ্যালেঞ্জ নিয়ে কী বললেন পাপালি?সৌরভের জন্মদিনেই ত্রিপুরা পেল ঋদ্ধিমান সাহাকে, নতুন চ্যালেঞ্জ নিয়ে কী বললেন পাপালি?

সূত্রের খবর ক্লাবের পক্ষ থেকে সেটা মেনে নেওয়া হয়েছে। শনিবারের মধ্যে সই প্রক্রিয়া মিটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, তবে, একান্তাই তা না হলে আগামী সপ্তাহে সোমবারের মধ্যে তা মিটে যেতে পারে।
তবে ভুললে চলবে না, ইস্টবেঙ্গল ক্লাবে কর্তাদের কোনও কথাই চূড়ান্ত নয়, যে কোনও সময়ই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন তাঁরা। সেক্ষেত্রে নতুন করে নাটক দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

English summary
It is expected that the much awaited signature between East Bengal and Emami is about to happen soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X