For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্তুগালের সেই স্পোর্টিং ক্লাবেই ফিরছেন রোনাল্ডো? কি উত্তর দিলেন কিংবদন্তির এজেন্ট?

পর্তুগালের সেই স্পোর্টিংয়েই ফিরছেন রোনাল্ডো? কি উত্তর দিলেন কিংবদন্তির এজেন্ট?

  • |
Google Oneindia Bengali News

জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষের মুখে আসতেই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব বদল নিয়ে ফুটবল মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। আর তাতে ঘি ঢেলেছেন ফুটবলারের মা দোলোরেস আভাইরো। যিনি জানিয়েছেন যে আবারও পর্তুগালের স্পোর্টিং ক্লাবে খেলতে দেখা যাবে সিআর সেভেনকে। যা জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেস।

পর্তুগালের সেই স্পোর্টিং ক্লাবেই ফিরছেন রোনাল্ডো? কি উত্তর দিলেন কিংবদন্তির এজেন্ট?

২০০২ সালের পর আবারও পর্তুগিজ লিগের খেতাব জয় করেছেন স্পোর্টিং ক্লাব। তারপরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মা দোলোরেস আভাইরো এক সাক্ষাৎকারে বলেন যে পুরনো ক্লাবের এই সাফল্যে উচ্ছ্বসিত হবেন তাঁর পুত্র। আগামী বছর রোনাল্ডো পর্তুগালের স্পোর্টিং ক্লাবে খেলবেন বলে আশ্বাসও দেন তাঁর মা। তারকা পুত্রকে রাজি করানোর ভার নিজের কাঁধেই নিয়ে নেন আভাইরো। বলেন যে হাসতে হাসতেই এই প্রস্তাবে রাজি হবেন ক্রিশ্চিয়ানো।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে তা কেবলই জল্পনা বলে উড়িয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এজেন্ট। জর্জ মেন্ডেসের কথায়, আগামী বছরই জুভেন্টাসের সঙ্গে সিআর সেভেনের চুক্তি শেষ হচ্ছে। এই অবস্থায় পর্তুগিজ তারকার কাছে পিছনে তাকানোর আর কোনও সুযোগ নেই বলেও জানিয়েছেন মেন্ডেস। সামনের মরসুমে অন্য কোনও বড় ক্লাবের থেকে কোনও ভাল অফার পাওয়া যায় কিনা, সেদিকে তাঁদের নজর থাকবে বলেও জানিয়েছেন রোনাল্ডোর এজেন্ট। একই সঙ্গে আগামী মরসুমে জুভেন্টাসকে সাফল্যের মুখ দেখানোও সিআর সেভেনের অন্য লক্ষ্য বলে জানিয়েছেন মেন্ডেস।

কার্যত শেষ হতে চলা সিরি এ লিগে জুভেন্টাসের জার্সিতে ২৮টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও খেতাব হাসিল করতে পারেনি ক্লাব। লিগ চ্যাম্পিয়ন ঘোষিত হয়েছে ইন্টার মিলান। ফলে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সুযোগ হারিয়েছে জুভেন্টাস।

English summary
Cristiano Ronaldo will not return to the Sporting CP, says his manager
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X