For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি


 এবারও স্বাভাবিকভাবেই ফেভারিট হিসাবেই টুর্নামেন্টে নামছে জার্মানি।

  • |
Google Oneindia Bengali News

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। ঘরের মাঠে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে জার্মানি। পরে ফাইনালে র্আজেন্তিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবার বিশ্বকাপ ঘরে তোলে। মারিও গোৎসে-র একমাত্র গোলে লিওনেল মেসির আর্জেন্তিনাকে হারায় জার্মানি।

বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি

এবারও স্বাভাবিকভাবেই রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্তিনার পাশাপাশি ফেভারিট হিসাবেই টুর্নামেন্টে নামছে জার্মানি। গ্রুপ এফ-এ রয়েছে জোয়াকিম লো-র দল। খেলতে হবে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

ফিফা ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে জার্মানি। থমাস ম্যুলার, জোসুয়া কিমিচ, টনি ক্রুজ, মেসুট ওজিল, ম্যাটস হামেলস, ম্যানুয়েল ন্যুয়ার সমৃদ্ধ জার্মানি দল এবারও ভীষণ শক্তিশালী।

[আরও পড়ুন: ২০১৪ বিশ্বকাপের ভয়াবহ স্মৃতি ভুলে ব্রাজিলকে ট্র্যাকে ফিরিয়েছেন কোচ টিটেই][আরও পড়ুন: ২০১৪ বিশ্বকাপের ভয়াবহ স্মৃতি ভুলে ব্রাজিলকে ট্র্যাকে ফিরিয়েছেন কোচ টিটেই]

বিশ্বকাপ কোয়ালিফায়ারের দশটি ম্যাচই জার্মানি জিতেছে। গোল পার্থক্য ৩৯। তার উপরে ২০১৭ কনফেডারেশন কাপও জিতেছে জার্মানি। এই নিয়ে পরপর তিনটি বিশ্বকাপে জার্মানির কোচের দায়িত্বে রয়েছেন জোয়াকিম লো। এবার ফের জার্মানি বিশ্বকাপ জিততে পারে কিনা সেটাই দেখার।

প্রসঙ্গত, ১৯৫৪ সালে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় জার্মানি। তারপরে ১৯৭৪ সালে, ১৯৯০ সালে ও শেষবার ২০১৪ সালে বিশ্বকাপ ঘরে তুলেছে সাদা-কালো ব্রিগেড।

English summary

 Can defending champions Germany pull off a repeat show in FIFA World Cup 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X